৩ পেসার নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
২৭ নভেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এই ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।
একাদশে জায়গা হয়নি শামীম হোসেন পাটোয়ারীর জায়গায় প্রথম দুই টি-টুয়েন্টির দলে আসা মাহিদুল ইসলাম অঙ্কনের।
একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়া সবশেষ টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান ও তাসকিন আহমেদ। এদের মধ্যে দলে জায়গা পাননি তাসকিন।
পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। স্পিনে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
ব্যাটিং অর্ডারে প্রথম সাত ব্যাটারের মধ্যে বাঁহাতি আছেন কেবল দুজন – তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: