জয় দিয়ে সিরিজ শুরু করতে বাংলাদেশের লক্ষ্য ১৮২

২৭ নভেম্বর ২০২৫

জয় দিয়ে সিরিজ শুরু করতে বাংলাদেশের লক্ষ্য ১৮২

উড়ন্ত সূচনা পাওয়া আয়ারল্যান্ডের রানের লাগাম মাঝের ওভারগুলোতে টেনে ধরেছিলেন বাংলাদেশের বোলাররা। তবে হ্যারি টেক্টরের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে সফরকারীরা। জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করতে ১৮২ রানের লক্ষ্য পেয়েছে লিটন দাসের দল।

বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড।

ক্যারিয়ার সেরা ইনিংসে ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারে ৬৯ রানে অপরাজিত থাকেন টেক্টর।

ব্যাটিংয়ে নেমে আইরিশদের উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর। স্টার্লিংকে (২১) ফিরিয়ে ২৬ বলে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। পাওয়ারপ্লে শেষে দলের খাতায় যোগ হয় ৪৮ রান। এরপর নিজের দ্বিতীয় ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠার পথে থাকা ১৯ বলে ৩২ রান করা টিমকে ফিরিয়ে দলকে স্বস্তি দেন রিশাদ হোসেন।

৭১ রানে ২ উইকেট হারানোর পর আয়ারল্যান্ডের রানের লাগাম কিছুটা টেনে ধরেন বোলাররা, যেখানে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান। লরকান টাকারকে (১৮) ফেরান শরিফুল ইসলাম। তার বিদায়ের পর টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের ব্যাটে রানের গতি বাড়ে সফরকারীদের। তানজিমের করা ১৮তম ওভারে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত এক ক্যাচে ক্যাম্ফারের (২৪) বিদায়ে ভাঙে ৪৪ রানের জুটি।

এরপর ৩৭ বলে ফিফটি তুলে নেন টেক্টর। তার সহায়তায় শেষ পাঁচ ওভারে দলের খাতা যোগ হয় ৫৪ রান। ২ উইকেট নেন তানজিম। দলের একমাত্র বোলার হিসেবে ওভার প্রতি আটের নিচে রান দেন মুস্তাফিজ। ৪ ওভারে ২৩ রান দেওয়া বাঁহাতি এই পেসার কোনো উইকেট পাননি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: