বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের, সবচেয়ে বেশি ভারতের

১১ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের, সবচেয়ে বেশি ভারতের

টি-টুয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর দুই মাসও বাকি নেই। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে এসময় দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর অনেকেই। তবে বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলবে না বাংলাদেশ। ম্যাচ খেলার দিক দিয়ে সবচেয়ে ভালো প্রস্তুতি হবে সহ-আয়োজক ভারতের।

আগামী বছর ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর চলবে মার্চ পর্যন্ত। ২০ দলের টুর্নামেন্টে এবার অংশ নেবে আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশই। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই আফগানিস্তান, আয়ারল্যান্ড জিম্বাবুয়ের।

বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও খেলার মধ্যেই থাকবেন দলের ক্রিকেটাররা। সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা চলবে ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

বিশ্বকাপের আগে ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ ভারতের। টি-টুয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সবগুলো ম্যাচই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের চলমান সিরিজ শেষে জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তারা খেলবে আরও ম্যাচ।

দ্বিতীয় সর্বোচ্চ ৮টি ম্যাচ দক্ষিণ আফ্রিকার। ভারতের মাটিতে চলমান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ খেলবে গত আসরের রানার্স-আপরা। বিশ্বকাপের আগে এই ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ নেই ক্যারিবিয়ানদের।

৬টি করে ম্যাচ খেলবে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা পাকিস্তান। এর মধ্যে নিজেদের মধ্যেই ৩টি ম্যাচ খেলবে এই দুই দল।

জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের মাটিতে ৩টি ম্যাচ খেলবে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় ৩টি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

মন্তব্য করুন: