বিশ্বকাপের প্রস্তুতিতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ
১৮ ডিসেম্বর ২০২৫
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইসিসি। তবে গা গরমের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা জানিয়ে দিয়েছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল।
বৃহস্পতিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে।
বিপিএল শেষ হওয়ার পাঁচ দিন পর আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। অবশ্য এর আগেই বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানান নাজমূল। তবে সেটি বড় কোনো ক্যাম্প হবে না।
“আমাদের প্রস্তুতিটা আমরা খুব হিসেব করে সাজাচ্ছি। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে, তাদের নিয়ে আগেভাগেই কাজ শুরু হবে। যারা শেষ চারে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়, তাদের আগেভাগেই আমরা প্রস্তুতির আওতায় আনতে চাই।”
“বিপিএল শেষ হলেই দুই-তিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরুতে যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলব আমরা।”
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে নবাগত ইতালির বিপক্ষে মাঠে নামবে লিটন-মুস্তাফিজরা।
একই মাঠে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি হবে ১৪ ফেব্রুয়ারি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে টাইগারদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি।















মন্তব্য করুন: