পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে যুব এশিয়া কাপ শেষ বাংলাদেশের

১৯ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে যুব এশিয়া কাপ শেষ বাংলাদেশের

দাপুটে পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ সেরা হয়েই যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে কমে আসা ওভারের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না তারা। ৮ উইকেটের হারে শেষ চার থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার দুবাইয়ে বৃষ্টির কারণে দ্বিতীয় সেমি-ফাইনালটি কমে আসে ২৭ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন বল আগে ১২১ রানে অলআউট হয় আজিজুল হাকিমের দল। জবাবে ১৬ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৪ রান যোগ করেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। কিন্তু তিন বলের ব্যবধানে এই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকী চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশী দূর যেতে পারেননি। ২০ রান করা আজিজুলের বিদায়ে ৩১ রানের এই জুটি ভাঙে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে বোলারদের কিছুটা লড়াই করার মতো সংগ্রহ এনে দেন সাইমুন বশির। দলের তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।

ছোট লক্ষ্য রক্ষায় প্রথম ওভারেই উইকেট নিয়ে দলকে আশা দেখান ইকবাল হোসেন ইমন। কিন্তু আরেক ওপেনার সামির মিনহাসের আগ্রাসী ব্যাটিংয়ে তা আর হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে উসমান খানকে নিয়ে গড়েন ৫৭ বলে ৮৫ রানের জুটি। এই জুটি ভাঙেন সাইমুন। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে ৫৭ বলে ৬৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিনহাস।

আগামী রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকেও ৮ উইকেটে হারায় ভারত।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: