ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা
৩ জানুয়ারি ২০২৬
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
শনিবার সকালে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি জানান।
“সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে তাদের ক্রিকেটারদের একজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। বিসিসিআই এটাও জানিয়েছে যে, তারা যদি বদলি হিসেবে কোনো ক্রিকেটারকে নিতে চায়, তাদেরকে সেই সুযোগ দেবে বোর্ড।”
এর কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিক বিবৃতিতে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানায় কলকাতা।
এএনআইকে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে সাইকিয়া নির্দিষ্ট করে কোনো কারণ জানাননি। তবে গত কয়েক দিন ধরে মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে কলকাতা ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খানের সমালোচনা করে আসছিল দেশটির ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী হামলার শিকার হচ্ছে।
গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এত পারিশ্রমিকে এর আগে কোনো ক্রিকেটারই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পাননি। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিও ছিলেন বাঁহাতি এই পেসার।
এছাড়া মুস্তাফিজকে প্রায় পুরো আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের অংশ নিতে কেবল ৮ দিনের জন্য দেশে আসতে হতো তাকে।
২০১৬ সালে আইপিএলে প্রথমবারের মতো অংশ নেন মুস্তাফিজ। অভিষেক আসরেই দারুণ বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ওভারপ্রতি সাতের কম রান দিয়ে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন। এই পুরস্কারজয়ী একমাত্র বিদেশি ক্রিকেটার তিনিই। সব মিলিয়ে ৫ দলের হয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।
টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী মাসে ভারতে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লিটন দাসের দলের চার ম্যাচের তিনটিই হবে কলকাতায়, আরেকটি মুম্বাইয়ে।















মন্তব্য করুন: