ফিট না হলেও কামিন্সকে নিয়েই বিশ্বকাপে যাবে অস্ট্রেলিয়া

৩ জানুয়ারি ২০২৬

ফিট না হলেও কামিন্সকে নিয়েই বিশ্বকাপে যাবে অস্ট্রেলিয়া

পিঠের চোট থেকে সেরে ওঠার পর্যায়ে থাকা প্যাট কামিন্স আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কি না – তা এখনও নিশ্চিত নয়। তবে তাকে নিয়েই টুর্নামেন্টের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবার দলটির প্রধান নির্বাচক জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগে পুরোপুরি সেরে না উঠলেও অভিজ্ঞ এই পেসারকে নিয়ে শ্রীলঙ্কায় যাবে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।

কামিন্সসহ চোটের কারণে মাঠের বাইরে থাকা জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে নিয়ে গত বৃহস্পতিবার বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদের মধ্যে একিলিসের চোট থেকে সেরে উঠছেন হ্যাজেলউড। আর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ডেভিড।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের নিচের অংশের চোটে পড়েন কামিন্স। চোট কাটিয়ে সাড়ে পাঁচ মাস পর অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরেন তিনি। সেই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ দুই ম্যাচ থেকে কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়। তার চোটের সবশেষ অবস্থা বুঝতে জানুয়ারির শেষ দিকে আরেকটি স্ক্যান করা হবে। এরপরই জানা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না।

প্রধান নির্বাচক জর্জ বেইলির প্রত্যাশা, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় বিশ্বকাপ শুরুর আগেই পুরো ফিট হয়ে উঠবেন হ্যাজেলউড ও ডেভিড। আর দল সুপার এইটে উঠতে পারলে, কামিন্স সেখানে খেলতে পারবেন।

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চোটে থাকা ট্র্যাভিস হেডকে নিয়েও এরকম পরিকল্পনা নিয়েছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শুরুর আগে হাত ভেঙে যাওয়ায় শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারেননি হেড। পরে দেশকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেমি-ফাইনাল ও ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন এই বাঁহাতি ওপেনার।

শনিবার সিডনিতে সাংবাদিকদের বেইল বলেন, “আমার মনে হয় না, তারা (কামিন্স ও হ্যাজেলউড) পাকিস্তান সিরিজে খেলতে পারবেন। তবে আমি মনে করি তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন।

কামিন্স কিছুটা দেরিতে আসতে পারে, যেমনটা ৫০ ওভারের বিশ্বকাপে ট্র্যাভিস হেডের হয়েছিল। আশা করছি আমরা মানিয়ে নিতে পারব এবং সেই পর্যায় পর্যন্ত দলকে টানতে পারব। আমার মনে হয়, হ্যাজেলউড ও টিম ডেভিড শুরু থেকেই খেলতে পারবেন।

আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। ‘বি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান। গ্রুপপর্বের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে তারা।

এর আগে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সেটির দল এখনও ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন: