শুরুর আগেই নিউ জিল্যান্ড সিরিজ শেষ পান্তের

১১ জানুয়ারি ২০২৬

শুরুর আগেই নিউ জিল্যান্ড সিরিজ শেষ পান্তের

চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন রিশাভ পান্ত। তার বদলে আরেক উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলকে দলে নিয়েছে ভারত।

রোববার দুপুরে বাদোদারায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুদল। এর আগে সকালে এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, শনিবার ব্যাটিং অনুশীলনের সময় পেটের ডান পাশের মাংসপেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পান্ত। পরবর্তীতে এমআরআই স্ক্যানের পর সেখানে চোট ধরা পড়ে।

পান্ত সিরিজ থেকে ছিটকে গেলেও ভারতের প্রথম পছন্দের একাদশে এর কোনো প্রভাব পড়বে না। কারণ দীর্ঘদিন ধরেই ভারতের ওয়ানডে দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করে আসছেন লোকেশ রাহুল। তার ব্যাকআপ হিসেবে দলে ছিলেন পান্ত। জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটার সবশেষ ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন।

ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক গুরুত্বপূর্ণ সদস্য পান্ত ওয়ানডেতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ৩১ ম্যাচে ২৭ ইনিংসে সাড়ে ৩৩ গড়ে রান করেছেন ৮৭১, ফিফটি ৫টি সেঞ্চুরি একটি। এবারের মৌসুমে ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দিয়ে ছয় ইনিংসে দুটি অর্ধশত হাঁকিয়েছেন তিনি।

পান্তের বদলে দলে আসা জুরেল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন। উত্তর প্রদেশের হয়ে লিস্টক্রিকেটে ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার সবশেষ সাত ইনিংসের ছয়টিতেই পঞ্চাশের দেখা পেয়েছেন, যার মধ্যে আছে দুটি শতকও।

আগামী বুধবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত নিউ জিল্যান্ড। সিরিজের তৃতীয় শেষ ম্যাচ ১৮ জুন। এরপর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে দুদল। পান্ত জুরেলের কেউই ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে নেই।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের পরিবর্তিত দল:

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল ও ধ্রুব জুরেল।

মন্তব্য করুন: