অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক হিলির অবসরের ঘোষণা
১৩ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। মানসিক অবসাদ ও চোটের কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার দীর্ঘ ১৫ বছরের আধিপত্য ধরে রাখার অন্যতম সদস্য এই উইকেটকিপার-ব্যাটার।
মঙ্গলবার এক পডকাস্টে ৩৫ বছর বয়সী হিলি জানান, ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ার জার্সি তুলে রাখবেন তিনি।
“এটি অনেক দিন ধরেই হওয়ার অপেক্ষায় ছিল। গত কয়েক বছর সম্ভবত অন্য সবকিছুর চেয়ে মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল। কিছু চোটও ছিল। আমাকে বারবার সেই কুয়োর (মানসিক ও শারীরিক শক্তির উৎস) গভীরে ডুব দিতে হয়েছে, কিন্তু কুয়োর জল ক্রমেই কমে আসছে। সেখানে পুনরায় ডুব দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে।”
“আমি সবসময় অনুভব করেছি, আমার মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব ছিল; আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, জিততে চাই এবং মাঠে নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই। বয়স কিছুটা বেড়ে যাওয়ার সঙ্গে আমি যে এর সবটুকুই হারিয়ে ফেলেছি তা নয়, তবে এর কিছুটা আমি অবশ্যই হারিয়েছি।”
২০২৩ সালের শেষের দিকে মেগ ল্যানিংয়ের অবসরের পর অধিনায়কের দায়িত্ব গ্রহণ করা হিলি ১৬ বছরের ক্যারিয়ারে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ছয়টি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
২০১০ সালের ফেব্রুয়ারিতে ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হিলি অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে ১২৩ ওয়ানডেতে ৩ হাজার ৫৬৩ রান করেছেন, সেঞ্চুরি সাতটি। অন্যদিকে ১৬২ টি-টুয়েন্টিতে একটি সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৫৪ রান। এছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতে তার নামে ২৭৫টি ডিসমিসাল আছে।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ইয়ান হিলির ভাতিজি এবং জাতীয় দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলির অস্ট্রেলিয়ার ক্রিকেটে অনন্য অবস্থান ছিল।
আগেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় জানানো হিলি আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। পার্থের ওয়াকায় ভারতের বিপক্ষে তার শেষ ম্যাচটি হবে তার ক্যারিয়ারের ১১তম টেস্ট।















মন্তব্য করুন: