ভারতের ভিসা না পাওয়ার দাবি যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের
১৪ জানুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ভিসা না পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলী খান।
বর্তমানে শ্রীলঙ্কার কলম্বোয় যুক্তরাষ্ট্র দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে আছেন আলী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ৩৫ বছর বয়সী ডানহাত এই পেসার একটি ছবি দিয়ে লেখেন, “ভারতীয় ভিসা প্রত্যাখ্যান।”
ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই ভারতে খেলবে তারা।
আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ে মাঠে নামবে গত আসরে চমক দেখানো দলটি।
২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে সুপার এইটে উঠেছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল তারা। সেবারও গ্রুপ সঙ্গী হিসেবে ভারতকে পেয়েছিল দেশটি।
বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। কলম্বোয় চলমান ক্যাম্পে থাকা ১৮ জনের মধ্য থেকে ১৫ সদস্যের দল ঘোষণা করবে তারা। এই ক্যাম্পে আলী ছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত আরও দুই ক্রিকেটার – এহসান আদিল ও মোহাম্মদ মহসিন আছেন। এদের মধ্যে আদিল পাকিস্তানের হয়ে তিনটি টেস্টও খেলেছেন।
পাকিস্তানের পাঞ্জাবে জন্ম ও বেড়ে ওঠা আলীর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র দলে অভিষেক হয়। দেশটির হয়ে এখন পর্যন্ত ১৫ ওয়ানডে ও ১৮ টি-টুয়েন্টি খেলেছেন। খেলেছেন ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপেও।
বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগগুলোতে নিয়মিত মুখ এখন পর্যন্ত এই ফরম্যাটে ৯৯ ম্যাচে ৯৪ উইকেট নিয়েছেন।
নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না চাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির চলমান টানাপোড়েনের মধ্যে এই খবর এলো। এছাড়া ভারতের সঙ্গে দীর্ঘদিনের বৈরি রাজনৈতিক সম্পর্কের জেরে শ্রীলঙ্কার মাটিতে এবারের আসরে নিজেদের সব ম্যাচ খেলবে পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বকাপে অংশ নিতে যাওয়া আইসিসির সহযোগী দেশ – ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি দলে একাধিক পাকিস্তানি বংশোদ্ভুত এবং পাকিস্তানি জাতীয়তার ক্রিকেটার রয়েছে।
একই প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত দুই ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ এখনও তাদের ভারতের ভিসার অপেক্ষার আছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগে বিষয়টি সমাধান হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল রেহানকে।















মন্তব্য করুন: