বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড দলে ব্রেসওয়েল-মিলনের চোট

২০ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড দলে ব্রেসওয়েল-মিলনের চোট

টি-টুয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২০ দিনও বাকি নেই। এরই মাঝে চোটের কারণে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। অন্যদিকে নতুন করে চোটে পড়েছেন বিশ্বকাপ দলে থাকা ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন।

গত রোববার ভারতের বিপক্ষে ইন্দোরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের মাংসপেশিতে টান লাগে ব্রেসওয়েল। সেই ম্যাচ জিতে বাঁহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বে ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে নিউ জিল্যান্ড।

তার চোট নিয়ে দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানায়, সফরের বাকি অংশে ব্রেসওয়েলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী দিনগুলোতে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

বুধবার নাগপুরে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ক্রিস্টিয়ান ক্লার্ককে। ভারতের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। তিন ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

অন্যদিকে গত রোববার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টুয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে বোলিংয়ের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান মিল্ন। ডানহাতি এই ফাস্ট বোলার পর্যবেক্ষণে আছেন বলে বিবৃতিতে জানায় এনজেডসি।

চোট কাটিয়ে নিউ জিল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পাওয়া মিল্ন ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। পরদিন চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড। ‘ডি গ্রুপে মিচেল স্যান্টনারের দলের অন্য প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

মন্তব্য করুন: