বিশ্বকাপে বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

৬ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের পথে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সমর্থন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় এসেছিল। এবার ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকেও শুভকামনা জানিয়ে সমর্থন জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

গত বিশ্বকাপে সংবাদ সম্মেলনে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এক সাক্ষাৎকারে স্বয়ং অধিনায়ক মেসিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন। আর কাতার বিশ্বকাপের সময় আর্জন্টিনার সাংবাদিকও বাংলাদেশে এসেছিলেন মেসি সমর্থকদের পাগলামি দেখতে।

তবে ফুটবলের দেশ আর্জেন্টিনায় ক্রিকেটের খবর খুব বেশি মানুষ জানে না। তবে দেশটির ফুটবল কর্তৃপক্ষ ভোলেনি বাংলাদেশর সেই প্রবল সমর্থনের কথা। শনিবার বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাকিবদের শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছে সংস্থাটি।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে আর্জেন্টিনা ফুটবলের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টে থাকা ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ দলসহ বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের একটা ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টে লেখা, আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ যাত্রা শুরুর প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা। চ্যাম্পিয়ন হওয়ার প্রেরণায় তোমরা জয়ের পথে এগিয়ে যাও।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পোস্ট

মন্তব্য করুন: