শুরু না হতেই শেষ লিটনের পিএসএল অভিযান
১২ এপ্রিল ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো মৌসুমে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছিলেন লিটন দাস। দলের সঙ্গে যোগ দিতে পাকিস্তানেও গিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। কিন্তু আঙুলের চোটের কারণে মাঠে নামার আগেই শেষ হয়ে গিয়েছে তার টুর্নামেন্ট।
শনিবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে লিটন জানান, সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে তার।
“করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। প্রস্তুতির সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ লাগবে।”
খুবই দুঃখজনকভাবে আমার পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।”
প্লেয়ার্স ড্রাফট থেকে লিটনকে সরাসরি দলে নিয়েছিল করাচি কিংস। গত মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছিলেন তিনি।
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরো মৌসুমের জন্যই ছাড়পত্র দেয় বিসিবি। তাকে ছাড়াই ঘোষণা করা হয় সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টের দলও।
লিটন ছাড়াও পুরো টুর্নামেন্টের জন্য ছাড়পত্র পেয়েছেন রিশাদ হোসেনও। তরুণ এই লেগ-স্পিনার আছেন লাহোর কালান্দার্সে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আগামী ২৬ এপ্রিল থেকে পিএসএল খেলার অনুমতি দেওয়া হয়েছে নাহিদ রানাকে। তরুণ এই ফাস্ট বোলারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি।
মন্তব্য করুন: