‘এ’ দলের টেস্ট সিরিজ হারল বাংলাদেশ
২৪ মে ২০২৫

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু প্রকৃতির বাধায় কোনো ফল ছাড়াই শেষ হয়েছে ম্যাচটি। ফলে দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে হেরে গেছে নুরুল হাসান সোহানের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির বেশিরভাগ অংশই ভেসে গেছে বৃষ্টির কারণে। শনিবার ম্যাচের চতুর্থ ও শেষ দিন নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয়। ২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রানে থাকা অবস্থায় ড্র মেনে নেয় দু’দল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের ৮২, সাইফ হাসানের ৫১ ও অমিত হাসানের ৬৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৫৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বৃষ্টির বাধায় প্রথম দিন ৫৭ ওভার ৩ বল খেলতে পেরেছিল স্বাগতিকরা।
বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয় মধ্যাহ্ন ভোজের বিরতির পর। ২২ রানের ভেতর শেষ ৩ উইকেট হারিয়ে অলআউট হয় সোহানের দল। এরপর ১ উইকেটে ১০৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে কিউইরা। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের পুরোটা সময়ও ব্যাট করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন নিক কেলি। পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন আরও দু’জন। ৪ উইকেট নেন স্পিনার নাঈম হাসান। খালেদের শিকার ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকা এনামুল হক বিজয় ২৪ রান করে সাজঘরে ফেরেন ইনিংসের ষষ্ঠ ওভারে। দলীয় ৫১ রানে আউট হন সাইফ (১৬)। শেষ পর্যন্ত জাকির হাসান ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেটে প্রথম টেস্টে ৭০ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের একদিনের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল সোহান-বিজয়রা।
মন্তব্য করুন: