টেস্টে সফল হতে কনস্ট্যাসকে যে পরামর্শ দিলেন কামিন্স

টেস্টে সফল হতে কনস্ট্যাসকে যে পরামর্শ দিলেন কামিন্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিয়মিত একাদশে জায়গা পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি স্যাম কনস্ট্যাস। এমন অবস্থায় তরুণ এই ওপেনারকে প্রতিটি ইনিংসের পারফরম্যান্সকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন প্যাট কামিন্স।

বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে করেছিলেন কনস্ট্যাস। গ্রেনাডায় দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু অফ-ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন ২৫ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামার পর জেইডেন সিলসের বলে বোল্ড হন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

চার টেস্টের ক্যারিয়ারে কনস্ট্যাসের বর্তমান গড় ১৮ দশমিক ২৫। ভারতের বিপক্ষে মেলবোর্নে নিজের অভিষেক ইনিংসে ৬০ রানের খেলার পর কোনো ইনিংসে ২৫ রানের বেশি করতে পারেননি। জ্যামাইকায় অনুষ্ঠিত হতে যাওয়া দিবারাত্রির টেস্টে তার খেলাটাও অনেকটাই নিশ্চিত। তবে সেই ম্যাচে ভালো কিছু করে দেখাতে না পারলে অ্যাশেজ সিরিজে ওপেনিংয়ে তার জায়গা নিয়ে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।

বিষয়ে দ্বিতীয় টেস্ট শেষে প্যাট কামিন্স বলেন, “টেস্ট ক্যারিয়ারের শুরুতে যারা থাকে, তাদের দলে রাখাই হয় কারণ আমরা জানি তারা নিজেদের জায়গায় সেরা। এটা শুধু নিজের দায়িত্বে মনোযোগী হওয়ার বিষয় যেটা তাদের ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করে। একজন ব্যাটারের ক্ষেত্রে বিষয়টা হলো, তুমি কীভাবে রান করো, কী গতিতে খেলো। প্রতি ইনিংসের পারফরম্যান্স বিচার করা ঠিক না, কারণ এটা বিশাল কিছু নয়।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সেরা ব্যাটাররাও প্রতি চার ইনিংসের মধ্যে তিনবারই গড়ের নিচে পারফর্ম করে। তুমি যতবার না সফল হবে, তার চেয়ে বেশি ব্যর্থ হবে। তাই তুমি যত দ্রুত শিখবে, শরীরী ভাষা ঠিক ভালো থাকবে একেকটি ইনিংসের ভিত্তিতে নয়, পুরো সিরিজ শেষে নিজেকে বিচার করো।

গোলাপি বলে নিজের খেলা দিবা-রাত্রির সবশেষ ম্যাচে ভালো স্মৃতি আছে কনস্ট্যাসের। গত বছর প্রাইম মিনিস্টার্স একাদশের হয়ে ভারতের বিপক্ষে পিংক বলেই একটি সেঞ্চুরি করেছিলেন তিনি, যা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দিবা-রাত্রির টেস্টে তার জন্য অনুপ্রেরণা হতে পারে।

মন্তব্য করুন: