লারার রেকর্ড ভাঙার চেষ্টা না করে বড় ভুল করেছে মুল্ডার: গেইল
৯ জুলাই ২০২৫

টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার খুব ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাননি ভিয়ান মুল্ডার। ব্রায়ান লারার ৪০০ রানের ওই রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ হাতছাড়া করায় দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত এই অধিনায়কের সমালোচনা করেছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটারের মতে, হতবুদ্ধি হয়ে গিয়ে জীবদ্দশায় একবারই আসা এই সুযোগ কাজে না লাগিয়ে বড় ভুল করেছেন মুল্ডার।
বুলাওয়েয়োতে মঙ্গলবার শেষ হওয়া জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুল্ডার। সোমবার ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন ওই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা এই অলরাউন্ডার। কিন্তু বিরতির পর সঙ্গীকে নিয়ে আর ব্যাটিংয়ে না নেমে দলের ইনিংস ঘোষণা করেন দেন তিনি।
মঙ্গলবার ব্রিটিশ রেডিও চ্যানেল টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, “যদি আমি ৪০০ রানের সুযোগ পেতাম, আমি সেটাই করতাম। … এমন সুযোগ এলে সেটার সর্বোচ্চ কাজে লাগাতে হয়।”
সেদিনের খেলা শেষে মুল্ডার অবশ্য জানিয়েছিলেন, স্কোরবোর্ডে যথেষ্ট রান হয়ে যাওয়ায় এবং লারাকে রেকর্ডটি রাখতে দিতে চাওয়ায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন তিনি। মুল্ডারের এই উদারতার প্রশংসা করলেও গেইল বলেন, “তিনি (মুল্ডার) হয়তো হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। তিনি জানতেন না সেই অবস্থায় কী করতে হতো। আপনি যখন ৩৬৭ রানে ব্যাট করছেন, স্বাভাবিকভাবেই রেকর্ডের দিকে যাওয়ার চেষ্টা করা উচিত।”
“আপনি যদি কিংবদন্তি হতে চান… কীভাবে আপনি একজন কিংবদন্তি হবেন? রেকর্ডের সঙ্গেই আপনি কিংবদন্তি হয়ে উঠবেন।”
ক্যারিয়ারের ২১তম টেস্ট খেলতে নামা ২৭ বছর বয়সী মুল্ডার, জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসের দশম ওভারে ব্যাটিংয়ে নামেন। ৩৩৪ বলের ইনিংসটি সাজান ৪৯টি চার ও ৪টি ছক্কায়।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে ৪০০ রানের ইনিংস খেলেন লারা। এই রেকর্ড ভাঙার চেষ্টা না করাটাকে ভুল হিসেবে দেখছেন গেইল।
“আমার মতে, তার দিক থেকে রেকর্ডটা নিজের করে না নেওয়াটা একটা বড় ভুল ছিল। সে এটা পারত কি না, আমরা কেউ জানি না। তবে সে ৩৬৭ রানে থাকা অবস্থায় ডিক্লেয়ার করেছে, এরপর যা বলার বলেছে। তবে শুনে রাখুন, টেস্টে ৪০০ রান করার সুযোগ জীবদ্দশায় একবারই আসে। … তুমি বড় ভুল করে ফেলেছ।”
বড় ধরনের রেকর্ডের জন্য প্রতিপক্ষ কেমন সেটা কোনো মানে রাখে না জানিয়ে গেইল বলেন, “টেস্ট ক্রিকেট মানে টেস্ট ক্রিকেট। অনেক সময় জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও এক রান করা কঠিন হয়ে পড়ে। তাই শতক, ডাবল বা ট্রিপল হোক, ৪০০ রানের ইনিংস যেকোনো দলের বিপক্ষে হলেও সেটা টেস্ট ইতিহাসে জায়গা করে নেয়।”
মন্তব্য করুন: