অ্যালেনের চোটে নিউ জিল্যান্ড দলে ডাক পেলেন কনওয়ে

১৩ জুলাই ২০২৫

অ্যালেনের চোটে নিউ জিল্যান্ড দলে ডাক পেলেন কনওয়ে

জিম্বাবুয়ের মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য নিউ জিল্যান্ড দলে ডাক পেয়েছেন ডেভন কনওয়ে। ওপেনার ফিন অ্যালেন চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় এক বছর পর এই ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রানসিস্কো ইউনিকর্নসের হয়ে খেলা সময় গত সপ্তাহে পায়ে চোট পান অ্যালেন। রোববার তার বদলি হিসেবে কনওয়ের নাম ঘোষণা করা হয়। গত বছর জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের জার্সিতে এই ফরম্যাটে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছিলেন কনওয়ে। এমএলসিতে টেক্সাস সুপার কিংসের হয়ে চার ম্যাচে ১২৭ দশমিক ৩৫ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেন তিনি। সব মিলিয়ে স্বীকৃত টি-টুয়েন্টিতে ২০৮ ম্যাচে ৬ হাজার ৫৯১ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৫২টি ফিফটি। নিউ জিল্যান্ডের জার্সিতে ৫০ টি-টুয়েন্টিতে তার রান ১ হাজার ৪০৮।

ত্রিদেশীয় সিরিজের জন্য আরও তিনজনকে দলে যুক্ত করেছে নিউ জিল্যান্ড। তারা হলেন দুই ব্যাটার মিচেল হে ও টিম রবিনসন এবং অলরাউন্ডার জিমি নিশাম। এই তিনজন মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর বিকল্প হিসেবে দলে যোগ দেবেন। এই চারজন রোববার এমএলসির ফাইনালে খেলবেন।

আগামী বুধবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। ফাইনাল আগামী ২৬ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ড টি-টুয়েন্টি দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ওরোক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট, ইশ সোধি, মিচেল হে, জিমি নিশাম, টিম রবিনসন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add