জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা

১৪ জুলাই ২০২৫

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে দেড়শর আগে থেমেছিল জিম্বাবুয়ে। রান তাড়ায় শুরুতে চাপে পড়লেও অভিষিক্ত রুবেন হারমান ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে ৫ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

সোমবার হারারেতে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪১ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ২৫ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। অষ্টম ওভার ও ৩৯ রানের ভেতর টপ-অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। একাদশ ওভারে ৩০ রান করা ব্রায়ান বেনেটকে হারিয়ে চাপ আরও বাড়ে তাদের। চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও রায়ান বার্লের ব্যাটে রানের গতি বাড়ে স্বাগতিকদের। ২০ বলে ২৯ রান করা বার্লকে ফিরিয়ে ৬৬ রানের এই জুটি ভাঙেন নান্দ্রে বার্গার। 

সঙ্গীর বিদায়ের পর ৩৪ বলে ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন রাজা। অপরপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত দেড়শ রান পারতে পারেনি তারা। রাজা অপরাজিত থাকেন ৫৪ রানে। বাঁহাতি স্পিনে ৩ উইকেট নেন জর্জ লিন্ডে।

রান তাড়ায় পাওয়ারপ্লের ভেতর টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে দারুণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকাও। তবে চতুর্থ উইকেটে পাল্টা আক্রমণে হারমান ও ব্রেভিসের ৭২ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে তারা। ম্যাচসেরা ইনিংসে ১৭ বলে ৪১ রান করা ব্রেভিস ফিরলে থামে এই জুটি। হারমান থামেন ৪৫ রানে। ১৫ ওভার ৫ বলে কর্বিন বোশ ও লিন্ডের ব্যাটে জয় আসে প্রোটিয়াদের।

আগামী বুধবার দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন: