ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে লেজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল

২০ জুলাই ২০২৫

ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে লেজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল

পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরি রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। এবার প্রতিবেশি দেশটির বিপক্ষে খেলতে ভারতীয় দলের অনেকে আপত্তি জানানোয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস লিগে (ডাব্লিউসিএল) দুই দলের লিগপর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে।

রোববার রাতে বার্মিংহ্যামে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজান সিং, ইরফান পাঠানসহ ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ম্যাচটি খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ছয়টি দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডে ডাব্লিউসিএলের দ্বিতীয় আসর বসেছে। স্বাগতিক ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

গত ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার। এর জেরে মে মাসের শুরুতে সীমান্ত এলাকায় সংঘাতে জড়ায় দেশ দুটি। তখন সাময়িক সময়ের জন্য আইপিএল ও পিএসএল স্থগিত করেছিল দেশ দুটি।

পরে ভারত ও পাকিস্তান অস্ত্র বিরতিতে রাজি হলে পরিস্থিতি শান্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়ার বিবৃতিতে কারণ হিসেবে ধাওয়ান জানান, দুই দেশের ‘বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও বিদ্যমান উত্তেজনার কথা। বিষয়টি নিয়ে গত ১১ মে হোয়াটসঅ্যাপে আলোচনাও হয়েছে বলে উল্লেখ করেন ভারতের এই সাবেক ওপেনার।

ডব্লিউসিএল শুরু হয় গত শুক্রবার। মোহাম্মদ হাফিজের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন্স তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে হারিয়েছে। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন দল।

টুর্নামেন্টে লিগপর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে একবার করে খেলবে। শীর্ষ চারটি দল যাবে সেমি-ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট। এখন দেখার বিষয়, নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেলে ভারত কী করবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add