শেবাগের ছক্কার রেকর্ড স্পর্শ করলেন পান্ত
২৪ জুলাই ২০২৫

পায়ের চোটের কারণে আগের দিন মাঠ ছাড়তে হয়েছিল রিশাভ পান্তকে। ডান পায়ে চিঁড় ধরলেও ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন দলের প্রয়োজনে আবার মাঠে নামেন তিনি। দলের স্কোরে আরও কিছু রান যোগ করার পাশাপাশি টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বীরেন্দ্র শেবাগের রেকর্ড স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর জোফরা আর্চারকে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শেবাগকে স্পর্শ করেন পান্ত। চোট নিয়ে মাঠ ছাড়ার আগে আরেকটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
১৭৮ ইনিংসে শেবাগের ছক্কা ছিল ৯০টি। সাবেক এই ওপেনারের চেয়ে ৯৬ ইনিংস কম খেলে রেকর্ড স্পষ্ট করলেন পান্ত।
দ্বিতীয় দিন ৩১৪ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর পান্তকে ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত নেয় ভারত। খোঁড়াতে খোঁড়াতে সিঁড়ি বেয়ে পান্ত মাঠে প্রবেশের সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানান মাঠে উপস্থিত দর্শকরা। আর্চারকে ছক্কা মেরে রেকর্ড ছোঁয়ার পর বেন স্টোকসকে চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। আবার ব্যাটিংয়ে নামার পর ১৪টি সিঙ্গেলে পান্তকে দৌড়াতে হয়েছে।
শেষ পর্যন্ত তার ৭৫ বলে ৩ চার ও ২ ছক্কার ৫৪ রানের ইনিংসটি থামান আর্চার। দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমে করেন ১৭ রান। ভারত অলআউট হয় ৩৫৮ রানে।
এর আগে বুধবার ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে পায়ের চোট নিয়ে মাঠ ছাড়েন পান্ত। ক্রিস ওকসের একটি ডেলিভারিকে বাঁহাতি এই ব্যাটার রিভার্স সুইপ করতে গেলে সেটি ব্যাটের ভেতরের অংশে লেগে তার ডান পায়ে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যায়। সে সময় ৪৮ বলে ৩৭ করা পান্ত গলফ কার্টে করে মাঠ ছাড়েন।
স্ক্যানের পর বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, চোটের কারণে প্রাথমিকভাবে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পান্তকে। ফলে আগামী সপ্তাহে ওভালে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলার কোনো সম্ভাবনা নেই তার। চলতি টেস্টে তার উইকেটকিপিং না করার বিষয়টিও পুরোপুরি নিশ্চিত।
মন্তব্য করুন: