চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের
৪ আগস্ট ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ফখর জামানের চোট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটার।
চোটের কারণে বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে খেলতে পারেননি ফখর। তার বদলে এই ম্যাচে একাদশে আসেন খুশদিল শাহ। ১৩ রানে এই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ফখরের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছে। সোমবার দেশে ফেরার বিমান ধরবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে লাহোর জাতীয় ক্রিকেট একাডেমিতে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তার পরিবর্তে কাউকে দলে যোগ করার কথা এখনও জানানো হয়নি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় এই চোটে পড়েন ফখর। ক্যারিবিয়ান ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছোটার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৮ ও ২০ রান করেন তিনি।
মন্তব্য করুন: