ফোনের ওয়ালপেপারে ‘বিলিভ’ রেখে ম্যাচ জেতালেন সিরাজ

ফোনের ওয়ালপেপারে ‘বিলিভ’ রেখে ম্যাচ জেতালেন সিরাজ

আগের দিন মোহাম্মদ সিরাজের এক ভুলে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল ভারত। কিন্তু শেষ দিন আগুন ঝরানো বোলিংয়ে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন এই পেসার। রোমাঞ্চকর ম্যাচে দলকে ৬ রানে জিতিয়ে ডানহাতি এই জানিয়েছেন, ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। ঘুম থেকে উঠেই ‘বিলিভ ইমেজ ডাউনলোড করে ফোনের ওয়ালপেপার করেছিলেন।

সোমবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। এর মধ্যে সিরাজ ৩ উইকেট তুলে নিলে রোমাঞ্চকর জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করে ভারত।

গাস অ্যাটকিনসনের অফ স্টাম্প উপড়ে দিয়ে দলকে রোমাঞ্চকর জয় উপহার দেন সিরাজ। তবে ডানহাতি এই পেসারের ভুলেই ম্যাচ হারতে বসেছিল ভারত। রোববার ইংল্যান্ড ইনিংসের ৩৫তম ওভারে ১৯ রানে থাকা হ্যারি ব্রুককে ফাইন লেগ অঞ্চলের বাউন্ডারির কাছে তালুবন্দী করেছিলেন তিনি। কিন্তু এক পা পেছাতেই পা দিয়ে সীমানারেখা স্পর্শ করেন তিনি।

প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সিরাজ ব্রুকের সেই ক্যাচ প্রসঙ্গে বলেন, “বল ধরার সময় আমি একটুও ভাবিনি যে কুশনে পা লেগে যাবে। ওটা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক মুহূর্ত। এরপর ব্রুক যেন একদম টি-টুয়েন্টি মেজাজে চলে গিয়েছিল।

জীবন পেয়ে চতুর্থ উইকেটে জো রুটকে নিয়ে ১৯৫ রানের জুটি গড়ে ইংলিশদের ম্যাচে ফেরান ব্রুক। ৯১ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর আউট হন ১১১ রানে। এরপরই মূলত ভারতীয় পেস তোপে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা।

আমি সবসময় বিশ্বাস করি, যেকোনো পরিস্থিতি থেকেই আমি ম্যাচ জেতাতে পারি। আর আজ সকালেও সেই বিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলাম।

আমি দারুণ অনুভব করছি কারণ আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত কঠোর লড়াই করেছি। আমার পরিকল্পনা ছিল ধারাবাহিকভাবে নির্দিষ্ট জায়গায় বল করা এবং চাপ তৈরি করা। এর পর যা কিছু হয়েছে, সবই ছিল বাড়তি পাওয়া।

আজ সকালে ঘুম থেকে উঠার পর আমি নিজেকে বলেছিলাম, আমি ম্যাচের ভাগ্য বদলাবো। আমি গুগল থেকে ‘বিলিভ লেখা একটা ছবি ডাউনলোড করে আমার ফোনের ওয়ালপেপারে রেখেছিলাম।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add