এশিয়া কাপের প্রাথমিক দলে শান্ত
৪ আগস্ট ২০২৫

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়ার পর থেকে এই ফরম্যাটের বাইরে আছেন নাজমুল হোসেন শান্ত। সাবেক এই অধিনায়ককে নিয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।
সোমবার ২৫ ক্রিকেটারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করা হয়। এই দল থেক নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।
আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হবে প্রস্তুতি পর্ব। ঢাকা পর্ব শেষে ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে প্রস্তুতি।
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
শান্ত ছাড়াও প্রাথমিক দলে ডাক পেয়েছেন গত মে মাসে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলা তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। এছাড়াও দলে আছেন অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা বাংলাদেশ ‘এ’ দলে থাকা পাঁচ ক্রিকেটার। তারা হলেন – নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। ১১ তারিখ হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লিটন দাসের দলের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই পর্বের সবগুলো ম্যাচই আবু ধাবিতে খেলবে টাইগাররা।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।
মন্তব্য করুন: