নিজের আউটের ধরন নিয়ে অনুতপ্ত ব্রুক
৫ আগস্ট ২০২৫

হ্যারি ব্রুকের আগ্রাসী শতকে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে একটা সময় মনে হচ্ছিল জয় ইংল্যান্ডের নাগালের মধ্যেই আছে। কিন্তু অতিআগ্রাসী মেজাজে খেলতে থাকা ব্রুকের উইকেটের পতনের পর ধস নামে ব্যাটিং-অর্ডারে। রোমাঞ্চকর শেষ দিনে মোহাম্মদ সিরাজের পেস তোপে দিশেহারা হয়ে ৬ রানে ম্যাচ হারে স্বাগতিকরা। আর ম্যাচ হারের পর নিজের আউটের ধরন নিয়ে অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন ব্রুক।
ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন জো রুটের সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েছিলেন ব্রুক। সে সময় জয় থেকে কেবল ৭৩ রানের দূরে ছিল ইংল্যান্ড, হাতে ছিল ৭ উইকেট।
কিন্তু আকাশ দীপের ওভারে টানা তৃতীয় বাউন্ডারি মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্রুক। ডাউন দ্য উইকেটে এসে খেলতে মিড-অফে ক্যাচ দিয়ে বসেন ৯৫ বলে ১১১ রান করা এই ব্যাটার। তার বিদায়ের পর ৬৬ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩৬৭ রানে অলআউট হয় ইংলিশরা।
ম্যাচ শেষে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে সিরিজ সেরার পুরস্কার নেওয়ার সময় ব্রুক বলেন, “আমার চিন্তাভাবনাটা ছিল যত দ্রুত সম্ভব যত বেশি রান তোলা যায়। যেমনটা আমি বললাম, আমি আর রুটি (জো রুট) যদি উইকেটে থাকতাম, ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। দুর্ভাগ্যবশত, সেটা হলো না। এখন মনে হচ্ছে, ওই শটটা না খেললেই হতো।”
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাটিংয়ের সময় দলের জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়ে ব্রুক বলেন, “পরের দুই ওভারে দ্রুত ৩০ রান তুলে নিতে পারলে জয় নিশ্চিত বলেই মনে হয়েছিল। সেটাই আমার মাথায় চলছিল। আমি সবসময়ই ম্যাচের গতি নিজের হাতে নিতে চাই, প্রতিপক্ষকে চাপে ফেলতে চাই।… আমি খুব করে চাইছিলাম শেষ পর্যন্ত থাকতে। কিন্তু কিছু জিনিস লেখা থাকে না। আমি একদম ভাবতেই পারিনি আমরা ৬০ রানের মধ্যে ৭ উইকেট হারাব।”
তবে নিজের উইকেটের ধরন নিয়ে আক্ষেপ করা ব্রুকের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ব্রুকের আক্রমণাত্মক মানসিকতাই যে ইংল্যান্ডকে ম্যাচ জেতার মুখে নিয়ে গিয়েছিল, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “ব্রুকের ব্যাটিংই ভারতীয় বোলারদের প্রচন্ড চাপের মধ্যে রেখেছিল। ফলে তারা নিজেদের পছন্দ মতো জায়গায় বোলিং করতে পারছিল না।”
সিরিজে ৯ ইনিংসে ৫৩ দশমিক ৪৪ গড়ে ৪৮১ রান করেন ব্রুক। হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৯৯ রান করে। সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “আমি মোটামুটি ভালো খেলেছি। যদিও গতকালকে ম্যাচটা জিতিয়ে আনতে পারতাম, সেটা করতে না পারায় হতাশ। তবুও যত বেশি সম্ভব ম্যাচে অবদান রাখতে পেরে খুশি।”
মন্তব্য করুন: