রিজানের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা বাংলাদেশ যুবাদের

১০ আগস্ট ২০২৫

রিজানের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা বাংলাদেশ যুবাদের

জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শুরুর ধাক্কা সামলে রিজান হোসেনের ব্যাটের ওপর ভর করে বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। রান তাড়ায় একটা সময় পর্যন্ত ভালো অবস্থানেই ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু রিজানের দুর্দান্ত বোলিংয়ে ৩৩ রানের জয়ে শিরোপা জিতেছে আজিজুল হাকিম তামিমের দল।

রোববার হারারেতে ফাইনালে রিজানের ৯৫ রানের সুবাদে ৫ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৮ বল আগে ২৩৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ডানহাতি পেসে ৫ উইকেট শিকার করেন রিজান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি থেকে আসে ৪১ রান। তবে ৪৪ রানের ভেতর এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল ফেরেন ৭ রানে। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা দলকে টেনে তুলতে কালাম সিদ্দিকির সঙ্গে জুটি বাঁধেন রিজান।

চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ১১৭ রান। ৬৫ রান করা কালামের বিদায়ে ভাঙে এই জুটি। সেঞ্চুরির পথে এগুতে থাকা রিজান রানআউটে কাটা পড়েন। ডানহাতি এই ব্যাটার তার ৯৬ বলের ইনিংসে চার মারেন ১০টি। এরপর মোহাম্মদ আবদুল্লাহর ঝড়ো ৩৮ রানের অপরাজিত ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিংয়ে ৮ ওভারে ৫৯ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। দুই ওভারের ব্যবধানে এই দুই ওপেনারকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন আল ফাহাদ। দ্রুত দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলের হাল ধরতে জুটি বাঁধেন মুহাম্মদ বুলবুলিয়া ও জ্যাসন রওয়েলস। বুলবুলিয়াকে (৩১) বোল্ড করে ৪৫ রানের এই জুটি ভাঙেন রিজান। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে প্রোটিয়ারা।

৪৯তম ওভারে শেষ দুই উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন রিজান।

মন্তব্য করুন: