৬ টেস্ট ক্রিকেটার নিয়ে সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস হার বাংলাদেশ ‘এ’ দলের
৩০ আগস্ট ২০২৫

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মাহিদুল ইসলাম
জাতীয় দলের হয়ে টেস্ট খেলা ছয় ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় লড়াইও করতে পারল না তারা। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে সফরকারীরা।
শনিবার ডারউইনে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ১১৪ রানে। জবাবে ৩৮০ রানে থামে সাউথ অস্ট্রেলিয়ার ইনিংস।
২৬৬ রানে পিছিয়ে থেকে আগের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৭৫ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। প্রথম ইনিংসে ১৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে ফেরেন ১৮ টেস্ট খেলা ওপেনার মাহামুদুল হাসান জয়। এরপর দলের আর কোনো বিপদ না বাড়িয়ে দিনের খেলা শেষ করেন শাহাদাত হোসেন ও ইয়াসির আলী রাব্বি। দিনের খেলা শেষ করেন ৩ উইকেটে ১০৩ রান নিয়ে।
তবে নতুন দিন বেশিক্ষণ টিকতে পারেননি ছয়টি করে টেস্ট খেলা এই দুই ব্যাটার। ব্যক্তিগত ৪৯ রানে শাহাদাত সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের জুটিটি। খানিকবাদে সাজঘরের পথ দেখেন ৩৬ রান করা ইয়াসিরও।
এরপর নাঈম হাসানকে নিয়ে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন লড়াইয়ের চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। ষষ্ঠ উইকেটে এই জুটি থেকে যোগ হয় ৪৮ রান। নাঈম ২৫ ও মাহিদুল ৩২ রান করে আউট হন। অধিনায়কের বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ দেখেন রিপন মন্ডল ও আনামুল হক।
তবে শেষ উইকেটে হাসান মাহমুদকে নিয়ে দলকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচানোর চেষ্টা করেন হাসান মুরাদ। কিন্তু ৪২ রান করা এই ব্যাটার আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের কেউই ফিফটির দেখা পাননি। হয়নি কোনো অর্ধশত রানের জুটিও।
মন্তব্য করুন: