অ্যাশেজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের ওভারটন
২ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ডের ফাস্ট বোলার জেইমি ওভারটন অনির্দিষ্টকালের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ থেকে কার্যত ছিটকে গিয়েছেন তিনি।
গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলেছিলেন ওভারটন। সে সময় তার ইংল্যান্ডের অ্যাশেজ দলে থাকাটা প্রায় নিশ্চিত হিসেবেই ধরা হচ্ছিল। তবে তিন ফরম্যাটে খেলার চাপ তার ওপর প্রভাব ফেলছিল বলে জানান তিনি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওভারটন লেখেন, “অনেক ভেবেচিন্তে আমি লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
“লাল বলের ক্রিকেট দিয়েই আমার ক্রিকেট শেখা, আর এই ফরম্যাটই আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে, টানা ১২ মাসের ক্রিকেট সূচির চাপের কারণে শারীরিক ও মানসিকভাবে আর সব ফরম্যাটে, সব স্তরে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করা সম্ভব হচ্ছে না।”
“এখন থেকে আমার মনোযোগ থাকবে সাদা বলের ক্রিকেটে। যতদিন পারি সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই এবং দলকে সেরাটা দিতে চাই।”
৩১ বছর বয়সী এই পেসার পিঠের চোটে ভুগছিলেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর দ্বিতীয় টেস্ট খেলতে তার তিন বছর অপেক্ষা করতে হয়েছিল।
মন্তব্য করুন: