অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলে ফিরলেন স্টয়নিস

২ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলে ফিরলেন স্টয়নিস

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস। ফলে আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকাপাকি করার সুযোগ পাচ্ছেন এই ডানহাতি অলরাউন্ডার।

আগামী অক্টোবরে প্রতিবেশী দেশটির মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান স্টয়নিস। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি। গত নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে কোনো সংস্করণেই দেখা যায়নি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে। ফলে অনেকেই ধারণা করছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো তাকে আর দেখা যাবে না।

তবে গত মাসে স্টয়নিস জানান, ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে না খেলার জন্য নির্বাচকদের সঙ্গে সমঝোতা করেছিলেন তিনি।

স্টয়নিসের ফেরার সিরিজে দলে থাকছেন না ক্যামেরন গ্রিন। পিঠের চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে কেবল ব্যাটার হিসেবেই খেলছিলেন এই অলরাউন্ডার। এবার বোলিংয়ের অনুমতি মেলায় আসন্ন অ্যাশেজ সিরিজে বল হাতে দলকে সহায়তা করার জন্য শেফিল্ড শিল্ডে নিজের বোলিংকে ঝালিয়ে নেবেন তিনি।

এই সফরের দল ঘোষণার আগে টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মিচেল স্টার্ক। পিঠের সমস্যার কারণে দলের বাইরে আছেন প্যাট কামিন্স। গত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে দেশের হয়ে আর মাঠে নামেননি তাদের কেউই।

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে খেলবেন না সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা পেসার ন্যাথান এলিস। চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাথিউ শর্ট মিচেল ওয়েন।

আগামী ১ অক্টোবর মাঠে গড়াবে নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৩ ও ৪ অক্টোবর। সবগুলো ম্যাচই মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত হবে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add