বিসিবির নির্বাচনে অংশ নিতে চান আমিনুল

২ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির নির্বাচনে অংশ নিতে চান আমিনুল

তিন মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার সময় অল্প সময়ের জন্য থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। লম্বা সময় বোর্ডে থাকতে না চাওয়ার কথাও পরবর্তীতে বেশ কয়েকবার বলেছিলেন তিনি। তবে এবার সেই ভাবনায় পরিবর্তন এসেছে তার। বিসিবির আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার সিলেটে সভা শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচনের ঘোষণা দেয় বিসিবি। এর একদিন পর পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন আমিনুল।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, “কালকে আমাদের ফাহিম ভাই ঘোষণা করেছেন বোর্ডের পক্ষ থেকে যে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন (আয়োজন) করব এবং প্রপার নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না। এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।

বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে ক্লাব বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন পর্যায় থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন আরও দুজন। এরপর সেই ২৫ পরিচালকের ভোটে সভাপতি সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক পদে দায়িত্বে আছেন আমিনুল নাজমূল আবেদীন ফাহিম। সেখান থেকে গত ৩০ মে বোর্ডের নির্বাচিত সভাপতি হয়েছেন আমিনুল।

দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, “আমি একটা কুইক টি-টুয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে। একটা ভালো টি-টুয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা সবাই মনে রাখবেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add