এশিয়া কাপে ‘স্মার্ট ক্রিকেট’ খেলতে চায় বাংলাদেশ
১১ সেপ্টেম্বর ২০২৫

চলতি বছর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছক্কা হাঁকানোয় বেশ এগিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের ছক্কা হাঁকানোর দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচও এনেছিল বিসিবি। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শুরুর আগে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, কেবল ছক্কা হাঁকানোই নয়, দলকে খেলতে হবে স্মার্ট ক্রিকেটও।
বৃহস্পতিবার আবু ধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে দেশের মাটিতে এশিয়া কাপের প্রস্তুতিতে ২৮ দিন বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন দলের ক্রিকেটাররা। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১৫১টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। কিন্তু স্ট্রাইক রেটে অন্য দেশগুলোর চেয়ে বেশ পিছিয়ে ব্যাটাররা। এ সময়ে খেলা ২১ টি-টুয়েন্টিতে রান তুলেছে ১২৭ দশমিক ২৪ স্ট্রাইক রেটে। এই তালিকায় টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে লিটনের দলের অবস্থান দশম স্থানে।
তাই এশিয়া কাপে লিটনের দলের চোখ কেবল ছক্কা হাঁকানোর দিকে নয়, বরং প্রতিপক্ষ ও পরিস্থিতি বুঝে ক্রিকেট খেলার দিকে।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, “টি-টুয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছক্কা মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট। যেকোনো বিপদে বা এমন পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন।”
“কিন্তু একই সঙ্গে আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছক্কা মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন। আমার মনে হয় শুধু ছক্কা মারার চেষ্টার থেকে, আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে।”
উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে আসর শুরু করা আফগানিস্তান নেট রানরেটে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশও হয়তো চাইবে বড় ব্যবধানে জিতে নিজেদের রানরেট বাড়িয়ে নিতে। তবে শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে থাকলেও আপাতত কেবল ম্যাচ জয়ে নজর লিটনের।
“বড় ব্যবধানে জিততে পারলে তো খুবই ভালো। যেটা আফগানিস্তান করেছে, তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে যেকোনো দলই এক দিন খারাপ ক্রিকেট খেলতে পারে। তারা যদি ভালো ক্রিকেট খেলে ফেলে, সে ক্ষেত্রে তখন আমাদের বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা।”
“এশিয়া কাপে এটা আমাদের প্রথম ম্যাচ। আপনি জানেন আমাদের গ্রুপটা কিছুটা কঠিন। তাই দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আমাদের সব ম্যাচই জিততে হবে। বর্তমানে আমাদের লক্ষ্যও হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। তাই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।”
মন্তব্য করুন: