ভারতের স্পিন আক্রমণ সামলাতে প্রস্তুত পাকিস্তান

১২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের স্পিন আক্রমণ সামলাতে প্রস্তুত পাকিস্তান

সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে দুর্দান্ত ছন্দে আছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের পর কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজও জিতেছে তারা। এশিয়া কাপে মাঠে নামার আগে আলোচনায় আছে স্পিনে ব্যাটারদের দুর্বলতার বিষয়টি। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে দেশটির সাদা বলের কোচ মাইক হেসনের দাবি, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে ভালো করবে তার দল।

শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। এর এক দিন পর রোববার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে সালমান আলী আগার দল।

প্রতিবেশি দেশ দুটির সাম্প্রতিক সময়ের বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে বাড়তি আলোচনায় আছে এবারের ম্যাচটি। একই কারণে বৈশ্বিক আসরগুলো ছাড়া টি-টুয়েন্টিতে কখনও একে-অপরের মুখোমুখি হয়নি এই দুই দেশ। এখন পর্যন্ত দুদলের ১২ বারের দেখায় ৯টিতে জিতেছে ভারত, পাকিস্তান ৩টিতে।

গত বুধবার ভারতের রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সামনে ধসে পড়ে আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের ব্যাটিং শক্তিশালী হলেও মানসম্মত রিস্ট স্পিনার সামলানোয় তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে।

আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে গত ৭ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে আফগান স্পিনারদের বিপক্ষে শুধু অধিনায়ক সালমান ও মোহাম্মদ নাওয়াজকে স্বচ্ছন্দে দেখালেও বাকিরা বল পড়তে হিমশিম খেয়েছিলেন।

তবে বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে হেসন বলেন, “আমি সত্যিই জানি না এটা কোথা থেকে এলো বা কার মূল্যায়ন। সম্ভবত বিশ্বের সেরা রিস্ট স্পিন আক্রমণ রশিদ (খান) ও নূর আহমেদের বিপক্ষে আমরা শারজায় এমন উইকেটে খেলেছি, যেখানে বল ভয়ানক ঘুরছিল। তবুও আমরা প্রতিপক্ষের চেয়ে ৭০ রান বেশি করেছি। তাই আমি ঠিক বুঝতে পারছি না, এই ধারণার উৎস কোথায়।

ভারতের বিপক্ষে ম্যাচে স্পিন কতটা প্রভাব ফেলতে পারে জানতে চাইলে পাকিস্তান কোচ বলেন, “আমি মনে করি না এই পিচে বল শারজার মতো এতটা ঘুরবে। এমনকি বুধবার কুলদীপ বোলিং করার সময়ও খুব বেশি টার্ন হয়নি। যখন আপনার কাছে এমন রিস্ট স্পিনার থাকে, তখন পিচের গুরুত্ব কম। আমাদের দলের সৌন্দর্য হলো, আমাদের কাছে পাঁচজন স্পিনার আছে।

পাকিস্তানের বোলিং আক্রমণ সম্পর্কে হেসন বলেন, “মোহাম্মদ নাওয়াজ গত ছয় মাসে বিশ্বের এক নম্বর স্পিনার ছিলেন, আবরার আহমেদ আর সুফিয়ান মুকিম দারুণ করছে। সালমান আলী আগা এখনও তেমন বোলিংই করেনি। যদি কন্ডিশন স্পিন সহায়ক হয়, আমাদের বিকল্প প্রচুর। আর যদি না হয়, আমাদের পাঁচজন পেসার আছে, যারা উইকেট বিবেচনায় গতি, ভ্যারিয়েশন বা রিভার্স সুইং দিতে পারবে।

মন্তব্য করুন: