এবার পিসিবির বিরুদ্ধে ‘আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ’ আইসিসির
১৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’ ঘিরে উত্তেজনার পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে ‘আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ’ এনেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বৈঠক ভিডিও করে রাখায় ক্ষুব্ধ হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত বুধবার দুবাইয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা, কোচ মাইক হেসন, ম্যানেজার নাভিদ আকরাম চীমা ও মিডিয়া ম্যানেজার নাঈম জিলানি। আইসিসির জেনারেল ম্যানেজার ক্রিকেট ওয়াসিম খানও বৈঠকে ছিলেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা এক ই-মেইলে পিসিবিকে জানান, খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকায় (পিএমওএ) মোবাইল ফোন ব্যবহার করে বৈঠকের ভিডিও ধারণ করা আচরণবিধি ভঙ্গের শামিল।
জিলানি বৈঠকটি রেকর্ড করতে চাইলে তাকে দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী পিএমওএতে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধের কথা বলা হয়। কিন্তু পিসিবির তরফ থেকে জানানো হয়, ভিডিও ধারণ করতে না দিলে তারা ম্যাচটি খেলবে না। শেষ পর্যন্ত অডিও ছাড়া ভিডিও ধারণের অনুমতি দেওয়া হয়।
ই-মেইলে গুপ্তা লেখেন, এভাবে ভিডিও করা ছিল পিএমওএর ‘একাধিক আচরণবিধির লঙ্ঘন’। বৈঠকে পাইক্রফট পরিষ্কার করে জানান যে, পাকিস্তান অধিনায়ক সালমানকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক না করার নির্দেশ তিনি দেননি। বরং তিনি কেবল একজন বার্তাবাহক হিসেবে কাজ করেছেন। এ ঘটনায় জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি ‘ভুল বোঝাবুঝি ও ভুল যোগাযোগের জন্য দুঃখ’ প্রকাশ করেছিলেন।
কিন্তু পরে এক বিবৃতিতে পিসিবির তরফ থেকে দাবি করা হয়, সেই ঘটনায় পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট।
ভারতের বিপক্ষে টসের সময় সূর্যকুমার সালমানের সঙ্গে হাত না মেলানোয় ঘটনায় পাইক্রফটকে দায়ী করে টুর্নামেন্ট থেকে তার অপসরণ চেয়ে আইসিসির কাঠে চিঠি দিয়েছিল পিসিবি। কিন্তু আইসিসির কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর তা মাঠে গড়ায়।
মন্তব্য করুন: