জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করল ভারত
২০ সেপ্টেম্বর ২০২৫

শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল ভারত। তবে টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ভালোই লড়াই করেছে ওমান। এশিয়া কাপের দ্বিতীয় দুর্বলতম দলটিকে ২১ রানে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করেছে সূর্যকুমার যাদবের দল।
শুক্রবার আবু ধাবিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে সাঞ্জু স্যামসনের ফিফটিতে ৮ উইকেটে ১৮৮ রান তোলে ভারত। জবাবে ৪ উইকেটে ১৬৭ রান তুলতে পারে ওমান।
সুপার ফোর অভিযান শুরুর আগে নিজেদের শেষ ম্যাচে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ২০ নম্বর দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় নিজেদের ব্যাটিং ও বোলিং ঝালিয়ে নেওয়াতে মনোযোগ ছিল ভারতের। এর প্রমাণ পাওয়া যায় অধিনায়ক সূর্যকুমারের ব্যাটিংয়ে না নামাতে এবং বোলিংয়ে আটজন বোলারকে ব্যবহার করাতে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই শুভমান গিলের (৫) উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মা ও স্যামসনের ৬৬ রানের ঝড়ো জুটিতে কোনো অসুবিধায় পড়তে হয়নি তাদের। ১৫ বলে ৩৮ রান করা অভিষেকের বিদায়ে এই জুটি ভাঙে।
দ্রুত সাজঘরের পথ দেখেন হার্দিক পান্ডিয়াও। ১৩ বলে ২৬ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৫৬ রান করে ফেরেন স্যামসন। তার বিদায়ে কমে আসে রানের গতিও। তবুও ব্যাটিংয়ে নামনেনি সূর্যকুমার। পরের ওভারে ২৯ রান করে সাজঘরে ফেরেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত হার্শিত রানার অপরাজিত ১৩ রানে বড় সংগ্রহ গড়ে ভারত।
লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত হয় ওমানের, তবে রানের গতি ছিল তুলনামূলক কম। ৫২ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন কুলদীপ যাদব। দ্বিতীয় উইকেটে আমির কালিম ও হাম্মাদ মির্জার জুটিতে রানের গতি বাড়ে ওমানের। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৯৩ রান যোগ করতে তারা খেলেন ৫৫ বল। ১৮তম ওভারে ৬৪ রান করা কালিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হার্শিত। শেষ দুই ওভারে আরও ২ উইকেট হারায় ওমান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: