সুপার ফোরেও ভারত-পাকিস্তান লড়াইয়ে ম্যাচ রেফারি পাইক্রফট
২০ সেপ্টেম্বর ২০২৫

হ্যান্ডশেক বিতর্কের কেন্দ্রে থাকা অ্যান্ডি পাইক্রফটকে আবারও ভারত-পাকিস্তান ম্যাচে রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী রোববার দুবাইয়ে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি।
গত ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্ব ভারত-পাকিস্তান ম্যাচের পর পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের অভিযোগ ছিল, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে টসের সময় করমর্দন করতে মানা করেছিলেন। তবে আইসিসি জানায়, পাইক্রফট নিজে থেকে এরকম কোনো নির্দেশনা দেননি। তিনি কেবল একজন বার্তাবাহক হিসেবে কাজ করছিলেন।
সেই বিতর্ক গড়ায় পাকিস্তানের পরবর্তী ম্যাচেও। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করার পাশাপাশি নির্ধারিত সময় ম্যাচের ভেন্যুর উদ্দেশ্যে হোটেল ছাড়েনি পাকিস্তান দল। পরে পিসিবির নির্দেশনা পাওয়ার পর পাকিস্তান ম্যাচ ভেন্যুতে গেলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ম্যাচটি শুরু হয়। সেদিন টসের ঠিক আগে পাইক্রফট ও পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বৈঠক থেকে জন্ম নেয় আরেক নতুন বিতর্ক। বৈঠকে পিসিবির বিরুদ্ধে একাধিক আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনে আইসিসি।
এই প্রেক্ষাপটে আবারও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। শনিবার সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার পরিষ্কারভাবে জানান, তাদের মনোযোগ পুরোপুরি খেলাতেই।
“আমি মনে করি আমাদের প্রস্তুতিটা দারুণ হয়েছে। তিনটি ম্যাচেও ভালো খেলেছি। আমরা এখন কেবল মনোযোগ দিচ্ছি আমাদের সেরা খেলার দিকে। গত দুই-তিন ম্যাচে যা করছি, যেসব ভালো অভ্যাস তৈরি হয়েছে, সেগুলো ধরে রাখতে চাই। আমরা এক ম্যাচ এক ম্যাচ করে এগোবো।”
“কিন্তু হ্যাঁ, আমরা ওদের একবার হারিয়েছি বলে কোনো বাড়তি সুবিধা পাচ্ছি না। অবশ্যই, ম্যাচটা ভালো হবে। আবার শূন্য থেকে শুরু করতে হবে। যেই দল ভালো খেলবে, তারাই জিতবে।”
অন্যদিকে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। এই নিয়ে টানা দুটি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করল দলটি।
মন্তব্য করুন: