সাকিবের পাশে মুস্তাফিজ
২১ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসান। এবার বাঁহাতি এই স্পিনারের রেকর্ড ভাগ বসিয়েছেন মুস্তাফিজুর রহমান।
শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নিজের স্পেলের শেষ ডেলিভারিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে সাকিবের পাশে বসেন মুস্তাফিজ।
১২৯ ম্যাচে ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরে গেছেন সাকিব। লঙ্কানদের ৩ উইকেট নিয়ে দেশসেরা অলরাউন্ডারের সমান উইকেটের মালিক হতে মুস্তাফিজ খেলেন ১১৭ ম্যাচে ১১৬ ইনিংস।। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। বাঁহাতি এই পেসারের গড় ২০ দশমিক ৫৭, ওভার প্রতি রান দিয়েছেন ৭ দশমিক ২৯ করে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেট পাওয়ার দিক থেকে সাকিবের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন মুস্তাফিজ। তাদের চেয়ে বেশি উইকেট আছে নিউ জিল্যান্ডের ইশ সোধি (১৫০) ও টিম সাউদির (১৬৪) এবং আফগানিস্তানের রশিদ খানের (১৭৩)। সাকিবের মতো সাউদিও আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
মন্তব্য করুন: