ভারত-পাকিস্তান লড়াইকে আর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখেন না সূর্যকুমার
২২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে গ্রুপপর্বের মতো সুপার ফোরেও পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই দুই দলের লড়াইকে এখন আর সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না।
রোববার দুবাইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। টি-টুয়েন্টি ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মুখোমুখি লড়াইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ১২টিতে, পাকিস্তানের ৩টিতে।
পাকিস্তানের কাছে ২০২২ এশিয়া কাপে সবশেষ হারের মুখ দেখে ভারত। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৭ ম্যাচে প্রতিবেশি দেশটিকে হারিয়েছে তারা। গ্রুপপর্বে পাকিস্তানকে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।
গ্রুপপর্বের ম্যাচের মতো এদিনও টসের সময় দুই দলের অধিনায়ক এবং ম্যাচ শেষে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমারের কাছে জানতে চাওয়া হয়, আগের ম্যাচের চেয়ে এদিন পাকিস্তানের মান একটু উন্নত হয়েছে কি না। জবাবে ভারত অধিনায়ক বলেন, “এই প্রশ্নে আমি একটি কথা বলতে চাই, আমার মনে হয় আপনাদের উচিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করাই বন্ধ করে দেওয়া।”
“মান ও প্রতিদ্বন্দ্বিতা আসলে একই ব্যাপার। আমার মতে, দুটি দল যদি ১৫-২০ বার মুখোমুখি হয় এবং সেই লড়াইয়ের ফল থাকে ৭-৭ বা ৮-৭, তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে। কিন্তু যদি ১৩-০ বা ১০-১ হয়… আমি জানি না, এখানে পরিসংখ্যান কেমন। কিন্তু এটি এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। তবে হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”
ম্যাচে ভারতের ফিল্ডাররা চারটি ক্যাচ ছাড়লেও বিষয়টিকে বড় করে দেখছেন না অধিনায়ক। তিনি বলেন, “ফিল্ডিং কোচ ছেলেদের মেইল করেছেন, যাদের হাত থেকে বল ফসকে ছিল। তাদের অফিসে হাজির হতে বলেছেন। তবে এগুলো খেলার অংশ। আমি এতে সমস্যা দেখছি না, কারণ এটা প্রথম ম্যাচেই ঘটেছে। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।”
আগামী বুধবার সুপার ফোরের পরের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এশিয়া কাপে দু’দলের সবশেষ দেখায় ৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডে ফরম্যাটে।
মন্তব্য করুন: