যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি
২৪ সেপ্টেম্বর ২০২৫

বারবার সংবিধান লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। তবে আইসিসির ইভেন্টগুলো খেলতে কোনো বাধা নেই দেশটির।
মঙ্গলবার ভার্চুয়াল সভার পর এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্রের সংস্থা সদস্যপদ স্থগিতের কারণ হিসেবে জানায়, কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়া, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পাওয়ার অগ্রগতির অভাব এবং এমন সব পদক্ষেপ নেওয়া, যা যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপি ক্রিকেটের সুনামহানি ঘটিয়েছে।
ইউএসএসির সদস্যপদ স্থগিত করা হলেও আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিও চালিয়ে যেতে পারবে তারা।
এই সময়টায় খেলোয়াড়দের সহায়তা ও হাই-পারফরম্যান্স প্রোগ্রাম চালু রাখতে দলের ব্যবস্থাপনা ও প্রশাসন সরাসরি আইসিসি বা তাদের প্রতিনিধি পরিচালনা করবে।
আইসিসির একটি নরমালাইজেশন কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রশাসনে পরিবর্তন আনার ধাপ নির্ধারণ করবে। এছাড়া বোর্ডের সদস্যপদ পুনর্বহালের জন্য সুনির্দিষ্ট ও দৃশ্যমান অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যুক্তরাষ্ট্রকে ১২ মাসের মধ্যে অনিয়ম দূর করার সময়সীমা দিয়েছিল আইসিসি। ২০২৫ সালের জুলাইয়ের এজিমএমে বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কারণে শেষ পর্যন্ত সময় বাড়ানো হয়।
সে সময় লিখিত নোটিস আকারে যুক্তরাষ্ট্র ক্রিকেটকে সতর্কবার্তা দিয়ে আইসিসি জানিয়েছিল, অলিম্পিকে অন্তর্ভূক্তির বিষয়টি নিয়ে যেন তারা কোনো বিপদে না পড়ে। একই সঙ্গে এমন কিছু যেন না করে যাতে করে তা ক্রিকেট ও আইসিসির জন্য অসম্মান বয়ে নিয়ে আসে।
মন্তব্য করুন: