র‌্যাঙ্কিংয়ের সেরা দশে মুস্তাফিজ

২৪ সেপ্টেম্বর ২০২৫

র‌্যাঙ্কিংয়ের সেরা দশে মুস্তাফিজ

এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে প্রবেশ করেছেন মুস্তাফিজুর রহমান।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে যৌথভাবে তালিকার নবম স্থানে আছেন মুস্তাফিজ। এক ধাপ এগিয়ে একই অবস্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান।

গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বল হাতে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। ৪ ওভারে ২০ রান নিয়ে শিকার করেন ৩ উইকেট। এই পারফরম্যান্সে সেরা দশে প্রবেশ করলেন ৩০ বছর বয়সী এই পেসার।

অন্যদিকে সেই ম্যাচে ২ উইকেট নেওয়া শেখ মাহেদি হাসানেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ৩ ধাপ এগিয়ে এই অফস্পিনার আছেন তালিকার ১৭ নম্বরে। সেই ম্যাচ না খেলা তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে আছেন ৪০তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি উইকেটের পর সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার।

বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। পরের অবস্থানে আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। তিনে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয়ের ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে উঠে এসেছেন সাইফ হাসান। ডানহাতি এই ওপেনার ম্যাচসেরা পুরস্কার পাওয়া ৪৫ বলের ইনিংসটি সাজান ৪ ছক্কায় ও ২ চারে।

ওই ম্যাচে ৩৭ বলে ২ ছক্কা ও ৪টি চারে ৫৮ রান করা তাওহিদ হৃদয় র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে যৌথভাবে ৪১ নম্বরে আছেন। ৬ ধাপ নেমে তার সঙ্গে জায়গা ভাগাভাগি করছেন তানজিদ হাসান তামিম।

ম্যাচে ৩ চারে ২৩ রান করা অধিনায়ক লিটন দাস এগিয়েছেন ২ ধাপ। তার অবস্থান ৪০ নম্বরে, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপারে আছেন তিনি।

টি-টুয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের অভিশেক শর্মা। দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন আরেক ভারতীয় তিলক ভার্মা।

মন্তব্য করুন: