সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের

২৪ সেপ্টেম্বর ২০২৫

সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের

আগের ম্যাচেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া সাকিব আল হাসানকে স্পর্শ করেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার ভারতের বিপক্ষে ম্যাচে সেই রেকর্ড একার নিয়েছেন বাঁহাতি এই পেসার।

বুধবার দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে সূর্যকুমার যাদবকে কট-বিহাইন্ড করে এককভাবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান মুস্তাফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের সবশেষ ম্যাচে উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করেছিলেন মুস্তাফিজ। ১২৯ ম্যাচে ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরে গেছেন সাকিব।

দেশসেরা অলরাউন্ডারকে ছাড়াতে মুস্তাফিজ খেলেন ১১৮ ম্যাচে ১১৭ ইনিংস। তার উইকেট সংখ্যা এখন ১৫০টি। ম্যাচে উইকেট নিয়েছেন দুইবার। বাঁহাতি এই পেসারের গড় ২০ দশমিক ৬৫, ওভার প্রতি রান দিয়েছেন সাড়ে করে।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করা মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেট পাওয়ার দিক থেকে যৌথভাবে আছেন তৃতীয় স্থানে। তার সমান ১৫০ উইকেট নিউ জিল্যান্ডের ইশ সোধির। ১৬৪ উইকেট নিয়ে অবসরে গেছেন আরেক কিউই টিম সাউদি। শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদ খান নিয়েছেন ১৭৩ উইকেট।

মন্তব্য করুন: