সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে মানা আইসিসির

২৬ সেপ্টেম্বর ২০২৫

সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে মানা আইসিসির

ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি। তবে এর বাইরে এই ব্যাটার আলাদা কোনো শাস্তির মুখোমুখি হবেন কি না, তা এখনও পরিষ্কার নয়।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গত ১৪ সেপ্টেম্বরের গ্রুপপর্বের ম্যাচের পর সূর্যকুমারের করা মন্তব্য নিয়ে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পরিচালিত আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সূর্যকুমারকে এই নির্দেশ দেওয়া হয়।   

এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, সংবাদ সম্মেলনে সূর্যকুমারের ব্যবহৃত ‘অপারেশন সিঁদুর’ শব্দ নিয়ে আলাদা করে আপত্তি জানায় পিসিবি। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালিয়েছিল ভারত। এর জেরে টানা চারদিন দুই দেশের সীমান্তে অস্থিরতা বিরাজ করে।

গ্রুপপর্বে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার পাকিস্তানের বিপক্ষে জয়টি পেহেলগাম সন্ত্রাসী হামলার নিহতদের ও ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছিলেন।

এছাড়াও সেই ম্যাচে আরেকটি বিতর্ক তৈরি হয়। টসের সময় দুই দলের অধিনায়ক সূর্যকুমার ও সালমান আলী আগা করমর্দন করেননি। এই ঘটনায় পিসিবি দাবি করে, সেই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট দুই অধিনায়ককে করমর্দন না করার অনুরোধ জানিয়েছিলেন। এছাড়াও পাইক্রফটকে তাদের ম্যাচ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। তবে আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে।

অন্যদিকে সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে সাহিবজাদা ফারহান ও হারিস রউফের মাঠে করা ইঙ্গিত নিয়ে ভারত যে অভিযোগ জানিয়েছে, তার শুনানি শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পাকিস্তানের ম্যাচ থাকায় সেটি স্থগিত রাখা হয়।

ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে একাধিকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হতে দেখা যায়। ম্যাচে ফারহান তার ব্যাটকে বন্দুক বানিয়ে উদযাপন ও হারিস রউফ তার হাত দিয়ে বিমান বানিয়ে তা ভূপাতিত হওয়ার উদযাপন করেছিলেন।

যদিও গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজের উদযাপন নিয়ে ফারহান জানান, এর পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। 

মন্তব্য করুন: