এনসিএল টি-টুয়েন্টিতে শান্ত-সৌম্যর ঝড়ো ফিফটি

২৬ সেপ্টেম্বর ২০২৫

এনসিএল টি-টুয়েন্টিতে শান্ত-সৌম্যর ঝড়ো ফিফটি

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির দ্বিতীয় আসর পুনরায় মাঠে গড়ানোর দিনে ব্যাট হাতে আলো ছড়িয়ে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। একই ম্যাচে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন হাবিবুর রহমান সোহান। অন্য ম্যাচে ঝড়ো ফিফটির দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

বৃষ্টির কারণে কিছুদিন স্থগিত থাকার পর শুক্রবার সিলেটে শুরুর হয় এনসিএল টি-টুয়েন্টির বাকি অংশ। দিনের প্রথম ম্যাচে শান্ত-হাবিবুরের জোড়া ফিফটিতে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারায় রাজশাহী বিভাগ।

সৌম্যর ঝড়ো ফিফটির সুবাদে ৭ উইকেটে ১৭১ রান তোলে খুলনা। জবাবে ২৩ বল আগে লক্ষ্য পৌঁছায় রাজশাহী।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা প্রথম তিন ওভারেই তিন উইকেট হারায়। তবে চতুর্থ উইকেটে সৌম্য ও আফিফ হোসেনের ১১৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। ৩৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করা সৌম্যকে ফেরান শান্ত। অপর প্রান্তে ৪৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫০ রান করেন আফিফ।

লক্ষ্য তাড়ায় শান্ত-হাবিবুরের বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায় রাজশাহীর। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেও ছিলেন হাবিবুর। কিন্তু ৯৪ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ৭৬ বলে ১৪৮ রানের জুটি ভাঙেন রকিবল হক। হাবিবুর তার ৪৫ বলের ইনিংসটি সাজান ১০ চার ও ৬ ছক্কায়।

অন্যদিকে ৩৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত।

একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে রংপুর বিভাগকে ৭১ রানে হারায় ঢাকা বিভাগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে আরিফুল ইসলাম ও মোসাদ্দেকের ফিফটিতে ৩ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ১৭ বল আগে ১০০ রানে গুটিয়ে যায় রংপুর।

চতুর্থ উইকেটে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন আরিফুল ও মোসাদ্দেক। ৪৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন আরিফুল। অপরপ্রান্তে বোলারদের ওপর ঝড় তুলে ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। এরপর বল হাতে রংপুরের শেষ উইকেট তুলে নিয়ে দলটির ইনিংস গুটিয়ে দেন তিনি।

মন্তব্য করুন: