আচরণবিধি ভেঙে আইসিসির শাস্তি পেলেন সূর্যকুমার ও হারিস

২৬ সেপ্টেম্বর ২০২৫

আচরণবিধি ভেঙে আইসিসির শাস্তি পেলেন সূর্যকুমার ও হারিস

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ পরবর্তী মন্তব্যের জন্য আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সূর্যকুমার যাদব। এই ঘটনায় ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। অন্যদিকে সুপার ফোরের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তান পেসার হারিস রউফকেও শাস্তি দেওয়া হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন সূর্যকুমার। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

এর আগে বৃহস্পতিবার সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল আইসিসি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর সূর্যকুমারের মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে চিহ্নিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।

সেদিনের সংবাদ সম্মেলনে সূর্যকুমারের ব্যবহৃত ‘অপারেশন সিঁদুর শব্দ নিয়ে আলাদা করে আপত্তি জানায় পিসিবি। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালিয়েছিল ভারত। এর জেরে টানা চারদিন দুই দেশের সীমান্তে অস্থিরতা বিরাজ করে।

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়টি পেহেলগামে সন্ত্রাসী হামলার নিহতদের ও ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করার কথা জানান সূর্যকুমার।

ক্রিকইনফো বলছে, সূর্যকুমারের ওপর আইসিসির আচরণবিধির সর্বোচ্চ স্তর ‘লেভেল ৪’ এর শাস্তি আরোপ করার দাবি জানায় পিসিবি। এই ধরনের শাস্তি সাধারণত গুরুতর অপরাধের জন্য নির্ধারিত। এই দাবির পক্ষে তারা যুক্তি দেয়, আইসিসি অতীতে রাজনৈতিক বার্তা প্রদর্শনের চেষ্টায় বিভিন্ন খেলোয়াড়কে শাস্তি দিয়েছে বা নিষিদ্ধ করেছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার উসমান খাজার জুতার ওপর লেখা “স্বাধীনতা হলো মানুষের অধিকার” বার্তা নিষিদ্ধ করার ঘটনাটি, যা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়েছিল।

ভারতের আপিল শুনানি হয়েছে কি না বা কবে হবে তা এখনও নিশ্চিত নয়। সাধারণত ম্যাচ রেফারি সময় ও স্থান নির্ধারণ করেন। তবে শুক্রবার ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সুপার ফোরের শেষ ম্যাচ এবং রোববার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল থাকায় শুনানি হতে বিলম্বিত হতে পারে। আপিলেও যদি সূর্যকুমার দোষী প্রমাণিত হন, তাহলে তার শাস্তি আরও বাড়বে।

অন্যদিকে পাকিস্তানের দুই খেলোয়াড় সাহিবজাদা ফারহান ও হারিস রউফের বিরুদ্ধে ভারতের আনা অভিযোগের শুনানি শুক্রবর অনুষ্ঠিত হয়। রিচার্ডসন হারিসকে ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা করেন। ফারহানকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ফারহান হাফসেঞ্চুরির পর ব্যাট দিয়ে বন্দুক ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন। ফিল্ডিংয়ের সময় হারিস তার হাত দিয়ে বিমান বানিয়ে তা ভূপাতিত হওয়ার ইঙ্গিত করেন।

মন্তব্য করুন: