হার্দিককে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নামছে ভারত

২৮ সেপ্টেম্বর ২০২৫

হার্দিককে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নামছে ভারত

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে হার্দিক পান্ডিয়াকে ছাড়াই মাঠে নামছে ভারত।

রোববার দুবাইয়ে ফাইনালের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আগের দুই ম্যাচের মতো এদিনও টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক।

টুর্নামেন্টের ৪ বছরের ইতিহাসে এবারই প্রথম শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি।

চোটের কারণে ফাইনালে খেলতে পারছেন না হার্দিক। এছাড়াও আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন হার্শিত রানা আর্শদীপ সিং। ফিরেছেন যশপ্রীত বুমরাহ শিবম দুবে। প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন রিংকু সিং।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

এবারের আসরে এর আগে দুইবারের দেখায় পাকিস্তানকে এক প্রকার গুঁড়িয়ে জয় পেয়েছিল ভারত। গ্রুপপর্বে প্রথম দেখায় উইকেটের জয় পেয়েছিল তারা। এরপর সুপার ফোরের লড়াইয়ে উইকেটে জিতেছিল টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ফাইনালে ভারত একাদশ:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, তিলক ভার্মা, শিবম দুবে, রিংকু সিং অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ফাইনালে পাকিস্তান একাদশ:

সালমান আলী আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রউফ, আবরার আহমেদ।

মন্তব্য করুন: