টানা ৯ ম্যাচে গোল করা এমবাপ্পের চোট
৫ অক্টোবর ২০২৫

ভিনিসুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে জয়ের রাতে স্প্যানিশ ক্লাবটির জন্য দুশ্চিন্তার নাম এমবাপ্পের চোট। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ার সেরা টানা ৯ ম্যাচে গোল করা ফরাসি তারকা গোড়ালির চোট নিয়ে মাঠ ছেড়েছেন।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারায় শাবি আলোনসোর দল। জোড়া গোল করেন ভিনিসুস। অন্যদিকে এক গোলে সহায়তা ছাড়াও ৮৩তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এর দুই মিনিট পর গোড়ালির হালকা চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
গত লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। অন্যদিকে আন্তর্জাতিক বিরতির আগে এটি ছিল রিয়ালের শেষ ম্যাচ। তবে এমবাপ্পে চোট নিয়ে মাঠ ছাড়ায় ফ্রান্সের হয়ে খেলতে পারবেন কি না – সে বিষয়ে কিছু জানাতে পারেননি রিয়াল কোচ আলোনসো।
“আমি বলতে পারছি না। এখন সে কিছুটা অস্বস্তিতে আছে। জাতীয় দলে তারা এটা নিয়ে পর্যালোচনা করবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু না। তবে এখনই আমরা কিছু বলতে পারছি না।”
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামী শুক্রবার আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এর তিন দিন পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইসল্যান্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পের পাস থেকে বাইলাইনের কাছে বল পান ভিনিসুস। সেখান থেকে ডি-বক্সের ভেতর ঢুকে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান তারকা। ৬৮তম মিনিটে বক্সের ভেতর তাকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসুস।
ভিনিসুসের পারফরম্যান্সের প্রশংসা করে রিয়াল কোচ বলেন, “ভিনি খুব ভালো একটা ম্যাচ কাটিয়েছে। আমি তাকে নিয়ে খুবই খুশি। ভিনিকে হাসতে দেখা এবং উপভোগ করতে দেখা আমার পছন্দের। সে হ্যাটট্রিক করতে পারত। এটা হলে সে যে রকম ম্যাচ কাটিয়েছে তার ভালো একটা সমাপ্তি হতো।”
এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। আট ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট ২১। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনা রোববার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে। গত সপ্তাহে রিয়ালকে বিধ্বস্ত করা আতলেতিকো সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে।
মন্তব্য করুন: