সালাহর গোলখরা মেনে নিচ্ছেন লিভারপুল কোচ

৫ অক্টোবর ২০২৫

সালাহর গোলখরা মেনে নিচ্ছেন লিভারপুল কোচ

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল লিভারপুল। তবে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হেরে গেছে তারা। দলের বাজে সময়ে গোলখরায় ভুগছেন মোহাম্মদ সালাহও। তবে সবসময় যে তার তারকা শিষ্য গোল পাবেন না, তা মেনে নিচ্ছেন কোচ আর্নে স্লট।

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ২-১ গোলে হারে লিভারপুল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। তবে রোমাঞ্চকর লড়াইয়ে দুই দলই ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়।

গত সপ্তাহে প্যালেসের বিপক্ষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল হজম করে ২-১ ব্যবধানে হারে লিভারপুল। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হারে তারা। সব মিলিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য আছে অলরেডরা। ২০২৩ সালের মার্চ-এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন ম্যাচে হারল তারা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে স্লট বলেন, “আজ ম্যাচ ড্র হতে পারতো বা জয় পেতে পারতাম, যার দুটোই সম্ভব ছিল। আমি বলছি না জয় আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ড্র নিশ্চিতভাবেই প্রাপ্য ছিল। তাহলে এই মৌসুমের শুরুটাকে দারুণ বলা যেত। কারণ আপনি যদি দেখেন লিভারপুলে গ্রীষ্মটা যা কিছু ঘটেছে।

এখানে মৌসুম শুরুর আগে দিয়োগো জতার মর্মান্তিক মৃত্যু এবং কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিদায়ের দিকে ইঙ্গিত করেন লিভারপুল কোচ।

আক্রমণভাগেও দুর্দশা কাটছে না অলরেডদের। ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নেওয়া অ্যালেকজ্যান্ডার ইসাক ছন্দে নেই। অন্যদিকে এবারের মৌসুমে এখনও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছে সালাহ।

লিভারপুলের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে কেবল ৩টি গোল করেছেন তিনি। আগের মৌসুমের মতো ফর্মে থাকলে যেসব সুযোগ থেকে নিশ্চিত গোল পাওয়া যেত, সেগুলো এবার তিনি নষ্ট করেছেন। তবে কোচ স্লট মনে করছেন, সালাহ আসলে নিজের সাফল্যের শিকার।

আজ তার অনেক সুযোগ ছিল আগের মতো কিছু করে দেখানোর। কিন্তু সে তো মানুষ, আর প্রতিটা সুযোগেই গোল হবে এমন তো না।

এমন ম্যাচ হতে পারে যেখানে সে প্রচুর সুযোগ তৈরি করবে, অনেকবার প্রতিশ্রুতিশীল অবস্থানে থাকবে কিন্তু গোল বা অ্যাসিস্ট করতে পারবে না।

মন্তব্য করুন: