দাপুটে জয়ের পর ম্যানইউ কোচ বললেন, খেলোয়াড়রা কোচ বদলাতে চায় না

৫ অক্টোবর ২০২৫

দাপুটে জয়ের পর ম্যানইউ কোচ বললেন, খেলোয়াড়রা কোচ বদলাতে চায় না

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে কোচ রুবেন আমুরির দাবি, মাঠের পারফরম্যান্সে খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা এখনও কোচের পাশে আছে।

গত নভেম্বরে দায়িত্ব পাওয়া আমুরির অধীনে প্রিমিয়ার লিগে এই ম্যাচের আগে ৩৩ ম্যাচে মাত্র ৯টিতে জয় পেয়েছিল ইউনাইটেড। নতুন মৌসুমের হতাশাজনক শুরুর পর পর্তুগিজ এই কোচের ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন সমর্থকরা।

তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে তাদের কণ্ঠে শোনা গেছে আমুরির নাম। ম্যাচের অষ্টম মিনিটে ম্যাসন মাউন্ট দলকে এগিয়ে দেওয়ার পর ৩১তম মিনিটে দ্বিতীয় গোল করেন বেনইয়ামিন শেশকো। চলতি মৌসুমে এবারই প্রথম কোনো ম্যাচে গোল হজম করেনি ইউনাইটেড।

এই জয়ে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রাথমিকভাবে পয়েন্ট তালিকার নয় নম্বরে উঠে এসেছে রেড ডেভিলরা।

ম্যাচ শেষে আমুরি বলেন, “আমি জানি খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিতে চায়। আর আমি জানি তারা কোচ বদলাতে চায় না।

এই সপ্তাহে আমি খেলোয়াড়দের বলেছিলাম, ‘আমি প্রতিটি পরিবর্তনের সময় নিজের সবটুকু উজাড় করে দেব। দলকেও সেটা তাদের কাজের মাধ্যমে দেখাতে হবে।

কখনও কখনও আমরা যখন আমরা নিজেদের দলকে দেখি, আমি নিশ্চিত জানি, ম্যাচের শেষে তারাও বুঝতে পারে যে, আমরা আরও ভালো করতে পারতাম। আমি সেটা সারা সপ্তাহ জুড়ে অনুভব করি, কিন্তু মাঠে সেটা দেখাতে হবে।

ঘরের মাঠে অনুপ্রেরণাদায়ক এই জয়ের পর ইউনাইটেডের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ধারাবাহিকতা ধরে রাখা। তবে আন্তর্জাতিক বিরতির কারণে পরবর্তী ম্যাচে নামতে ইউনাইটেডকে অপেক্ষা করতে হবে দুই সপ্তাহেরও বেশি, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

ধারাবাহিকতা না থাকার প্রসঙ্গে ইউনাইটেড কোচ বলেন, “আমাদের দলে ধারাবাহিকতা নেই। আমরা জানি এক ম্যাচ জিতলেই কী হয়। হতাশার বিষয় হলো, ঘরে ও বাইরে আমরা একই পারফরম্যান্স দেখাতে পারি না। যদি আমরা ভালো না খেলতে পারি, তবে অন্তত প্রতিপক্ষকেও ভালো খেলতে দেওয়া যাবে না। বড় দলগুলো মৌসুমজুড়ে এমনভাবেই খেলে, আর এটাই সবচেয়ে বড় হতাশা।

মন্তব্য করুন: