রেকর্ড গড়া ২৫০তম জয়ের উদযাপনে ফার্গুসন-ওয়েঙ্গারকে ডাকবেন গুয়ার্দিওলা

৬ অক্টোবর ২০২৫

রেকর্ড গড়া ২৫০তম জয়ের উদযাপনে ফার্গুসন-ওয়েঙ্গারকে ডাকবেন গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে একের পর এক কীর্তি গড়া পেপ গুয়ার্দিওলা এবার স্পর্শ করেছেন অনন্য এক মাইলফলক। কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে ২৫০টি জয়ের রেকর্ড গড়েছেন এই স্প্যানিয়ার্ড।

রোববার ব্রেন্টফোর্ডকে - গোলে হারায় সিটি। এরই সঙ্গে প্রিমিয়ার লিগে তৃতীয় কোচ হিসেবে এক ক্লাবের হয়ে ২৫০তম জয়ের মাইলফলক স্পর্শ করেন গুয়ার্দিওলা। শুধু তাই নয়, এই কীর্তি গড়তে তিনি ৩৪৯ ম্যাচ সময় নিয়েছেন, যা অ্যালেক্স ফার্গুসনের চেয়ে ৫৫ ম্যাচ কম।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪০৪ ম্যাচে ২৫০তম জয় পেয়েছিলেন ফার্গুসন। অন্যদিকে আর্সেনালের হয়ে ৪১৪তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন আর্সেন ওয়েঙ্গার।

রেকর্ড গড়ার দিনে ইংলিশ ফুটবলের এই দুই কিংবদন্তি কোচকে স্মরণ করে গুয়ার্দিওলা বলেন, “স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গারের পাশে থাকা আমার জন্য সম্মানের। আমি তাদের দুজনকেই একটা ভালো ডিনারে আমন্ত্রণ জানাব।

প্রিমিয়ার লিগ ইতিহাসের অংশ হতে পারাটা আনন্দের। এখন আরও ২৫০টা জয় পেতে চাই।

প্রিমিয়ার লিগ যুগে কোচ হিসেবে ডেভিড ময়েসেরও ২৫০ জয় রয়েছে। তবে সেগুলো এসেছে একাধিক ক্লাবের হয়ে।

২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে গুয়ার্দিওলা জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ চারটি লিগ কাপ। ২০২৩ সালে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে সিটিকে ট্রেবল জেতান ৫৪ বছর বয়সী এই কোচ।

এর আগে গুয়ার্দিওলার অধীনে আরও রেকর্ডে নাম তুলেছিল সিটি। ২০১৭-১৮ মৌসুমে ৩৮ ম্যাচে ৩২ জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জন করে তারা। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জেতার কীর্তিও তাদের।

এই সাফল্যের ধারায় গুয়ার্দিওলার দল প্রতি মৌসুমে গড়ে ২৮টি করে জয় পেয়েছে। ইউনাইটেডকে ১৩টি প্রিমিয়ার লিগ জেতানো ফার্গুসনের পর দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি শিরোপা জিতেছেন গুয়ার্দিওলা।

স্প্যানিশ এই কোচের অধীনে এখন পর্যন্ত নয়টি পূর্ণ মৌসুমের চারটিতেই সিটি ছুঁয়েছে ৯০ পয়েন্টের গণ্ডি, যা তার আগমনের আগে মাত্র পাঁচবার দেখা গিয়েছিল ইংলিশ ফুটবলে।

২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি থাকা গুয়ার্দিওলার অধীনে লিগে ৩৪৯ ম্যাচে দলটি গোল করেছে ৮৪২টি এবং হজম করেছে ২৯৯টি।

মন্তব্য করুন: