৯ বছর পর লিভারপুলের মাঠে জয়ে দর্শকদের অবদান দেখছেন ম্যানইউ অধিনায়ক

২০ অক্টোবর ২০২৫

৯ বছর পর লিভারপুলের মাঠে জয়ে দর্শকদের অবদান দেখছেন ম্যানইউ অধিনায়ক

হ্যারি ম্যাগুয়াইরের গোলে সাড়ে ৯ বছর পর লিভারপুলের মাঠে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের মতে, ম্যাচের প্রথমার্ধে নিজেদের দলের প্রতি লিভারপুল সমর্থকদের হতাশা এই জয়ে বড় ভূমিকা রেখেছে।

প্রিমিয়ার লিগে রোববার অ্যানফিল্ডে বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় রুবেন আমুরির দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবুমো। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের সমতায় ফেরান কোডি গাকপো। ৮৪তম মিনিটে ফের্নান্দেসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ম্যাগুয়াইর।

গত বছর নভেম্বরে আমুরি দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম লিগে পরপর দুই ম্যাচে জয় পায় ইউনাইটেড। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল লিভারপুল।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ফের্নান্দেস বলেন, “প্রথম ১০ মিনিটেই আমরা জানতাম তারা (লিভারপুল) ম্যাচটা খুব শক্তভাবে শুরু করার চেষ্টা করবে। প্রথমার্ধে বুঝতে পারছিলাম, যখন তাদের কাছে বল ছিল তখন তারা চাপে ছিল। সমর্থকরা তাদের কঠিন অবস্থানে রেখেছিল এবং দ্রুত খেলতে দুয়ো দিচ্ছিল।

আমরা চেয়েছিলাম তাদের খেলার গতি কমাতে, কারণ তাতেই মাঝমাঠে বিশাল ফাঁকা জায়গা তৈরি হবে।

২০১৬ সালের জানুয়ারির পর অ্যানফিল্ডে পাওয়া জয়ে উচ্ছ্বসিত ফের্নান্দেস বলেন, “আমরা জানি, এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমাদের ভক্ত ও ক্লাবের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা জিততে চেয়েছিলাম, কারণ অ্যানফিল্ডে শেষ জয়টা অনেক আগে এসেছে।

ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাব হলেও সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইউনাইটেডের। একই মৌসুমে সবশেষ টানা দুই লিগ ম্যাচ তারা জিতেছিল ২০২৩-২৪ মৌসুমে। এবার ধারাবাহিকতা ধরে রাখায় মনোযোগ দিতে চান ম্যাগুয়াইর। 

এটা আসলে বিব্রতকর। এমন একটা পরিসংখ্যান নিয়ে কথা হওয়াটাই লজ্জার। এখন যেহেতু সেটা শেষ, শনিবার ব্রাইটনের বিপক্ষে এটাকে তিনে নিতে হবে। আমাদের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হবে। গত তিন-চার বছর ধরে এমন পারফরম্যান্সের পর আমরা পরের ম্যাচেই আবার তা হারিয়ে ফেলতাম।

অষ্টম রাউন্ড শেষে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে ইউনাইটেড। প্রথম পাঁচ ম্যাচে টানা জয় পাওয়া লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৬।

মন্তব্য করুন: