হেরেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানসিটি কোচ

২৭ অক্টোবর ২০২৫

হেরেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানসিটি কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে হেরে গত আগস্টের পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম পরাজয়ের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি। তবে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, তার খেলোয়াড়রা উন্নতির ধারায় আছে। 

রোববার অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে হারে সিটি। এই ম্যাচে হারের আগ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ভিলা পার্কে ৯ ম্যাচ অপরাজিত ছিল গুয়ার্দিওলার দল।

আগস্টে লিগে পরপর দুটি ম্যাচ হারের পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত ছিল সিটি। লিগে পরের পাঁচ ম্যাচে তারা সংগ্রহ করে ১৩ পয়েন্ট।

দেশ ও ক্লাবের হয়ে টানা ১২ ম্যাচ গোল করার পর এই ম্যাচে জালের দেখা পাননি আর্লিং হলান্দ। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা নরওয়েজিয়ান এই গোলমেশিন জাতীয় দল ও সিটির হয়ে এখন পর্যন্ত করেছেন ২৪ গোল।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গুয়ার্দিওলা বলে, “আমরা দারুণভাবে ম্যাচটা শুরু করেছিলাম। দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারিনি,”

প্রথমার্ধে আমাদের প্রেসিং ভালো ছিল না, দ্বিতীয়ার্ধে তা উন্নত হয়। আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না... গোলের সুযোগগুলো পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমরা উন্নতি করব। 

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে সিটিকে ছয়বার লিগ শিরোপা এনে দেওয়া গুয়ার্দিওলা জানান, ফলাফল হতাশাজনক হলেও দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। 

আমি সন্তুষ্ট। প্রিমিয়ার লিগে আমরা ভালো খেলছি, এবং প্রতিদিন আরও উন্নতি করছি। এই হার থেকে আমরা শিক্ষা নেব। পথটা অনেক লম্বা। আমরা শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করব।

এই হারে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে আছে সিটি। ৯ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১৬। আগামী রোববার তারা মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা বোর্নমাউথের।

মন্তব্য করুন: