রিয়ালে বহু বছর থেকে অনেক ট্রফি জিততে চান এমবাপ্পে
১ নভেম্বর ২০২৫
রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই গত মৌসুমে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। পুরস্কার হাতে পাওয়ার পর ফরাসি এই তারকা জানিয়েছেন, তিনি রিয়ালে আরও অনেক বছর থেকে অনেক শিরোপা জিততে চান।
শুক্রবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেয় ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। এ সময় উপস্থিত ছিলেন কোচ শাবি আলোনসো, রিয়াল মাদ্রিদ স্কোয়াড ও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
ইউরোপিয়ান লিগগুলোয় এক মৌসুমে শীর্ষ গোলদাতাদের গোল্ডেন বুট দেওয়া হয় পয়েন্টের ওপর ভিত্তি করে। পিএসজি থেকে গত মৌসুমে রিয়ালে যোগ দিয়ে লা লিগায় ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন এমবাপ্পে। ৬২ পয়েন্ট নিয়ে গোল্ডেন বুট জেতেন এই ফরোয়ার্ড।
পুরস্কার হাতে পেয়ে এমবাপ্পে বলেন, “গোল্ডেন বুট জেতাটা আমার জন্য সম্মানের। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এবারই প্রথমবার আমি গোল্ডেন বুট জিতলাম। একজন ফরোয়ার্ড হিসেবে এটা অনেক অর্থবহ।”
“আমাদের অসাধারণ একটি দল আছে। আশা করি, আমরা এই মৌসুমে গুরুত্বপূর্ণ ট্রফি জিতব। আমি রিয়াল মাদ্রিদে বহু বছর থাকতে চাই এবং এই ধরনের সাফল্য বারবার পেতে চাই।”
সতীর্থ ও কোচিং স্টাফের সদস্যদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে বলেন, “আমি আশা করছি, আমরা দল হিসেবে এগিয়ে চলব, যেমনটা আমি বলি দল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই খেলোয়াড়দের ছাড়া এরকম পুরস্কার পাওয়া অসম্ভব। আমি তা জানি। ক্লাব, চিকিৎসক, স্টাফ, যারা আমাকে মাঠ ও মাঠের বাইরে সহায়তা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করছি আগামী বছরও যেন এটা জিততে পারি। শুরুটা ভালোই হয়েছে!”
এমবাপ্পেকে রিয়ালে নিয়ে আসতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছিলেন ক্লাব সভাপতি পেরেস। অনুষ্ঠানে এমবাপ্পের প্রশংসা করে তিনি বলেন, “তোমার মতো খেলোয়াড়ের ওপর দল ভরসা করতে পারায় আমি গর্বিত। তুমি এই ক্লাবের মূল্যবোধের প্রতিফলন।”
“গত মৌসুমে তুমি ইউরোপিয়ান সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছ, লিগে ৩৪ ম্যাচে ৩১ গোল করেছ, সব মিলিয়ে ৪৪ গোল। এ মৌসুমেও ইতিমধ্যেই ১৬ গোল করেছ, যা তোমার ক্যারিয়ারের সেরা সূচনা। এটা তোমার প্রথম গোল্ডেন বুট, যা অর্জন করা বেশ কঠিন।”
লা লিগার শীর্ষে থাকা রিয়াল শনিবার ঘরের মাঠে ভালেন্সিয়ার মুখোমুখি হবে।















মন্তব্য করুন: